এই সম্পর্কগুলি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, জেনে নিন রাশি অনুযায়ী

Published : Feb 14, 2020, 12:33 AM IST
এই সম্পর্কগুলি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, জেনে নিন রাশি অনুযায়ী

সংক্ষিপ্ত

প্রত্যেকটি রাশির জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক  যেই সম্পর্কগুলির সঙ্গ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এই মানুষগুলি আপনার কাছের মানুষ হলে আপনিই হবেন ভাগ্যবান রাশি অনুযায়ী জেনে নিন সেই সম্পর্কগুলি

জ্যোতিষশাস্ত্রের প্রয়োগসূত্রগুলি কেবল সম্ভাবনা নির্দেশ করে, কিন্তু কোন নিশ্চিত ঘটনার কথা বলে না। তার কারণ এই যে জ্যোতিষীগণ মনে করেন মানুষ সচেতন কর্মের সাহায্যে অথবা ঈশ্বরের আশীর্বাদে অথবা এই দুইয়ের মিশ্রিতফলে ভাগ্য অনেকাংশে নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করতে পারে। এই নিশ্চয়তার তারতম্যের কারণে অনেক বিজ্ঞানী জ্যোতিষশাস্ত্রকে মান্যতা দেন না। 

আরও পড়ুন- দীর্ঘদিন আর্থিক অনটনে ভুগছেন, শুক্রবারে পালন করুন বিশেষ এই নিয়ম

জ্যোতিষ একটি সংস্কৃত শব্দ। এই শব্দের একটি অর্থ হল “জ্যোতির্বিষয়ক” এবং অস্ত্যর্থে এই শব্দের একটি অর্থ হল “জ্যোতিষশাস্ত্রবিৎ” এবং অন্য অর্থ “জ্যোতির্ব্বিৎ”। জ্যোতিষ ৬ টি বেদাঙ্গের অন্যতম। বেদাঙ্গ জ্যোতিষের উপলব্ধ শ্লোকগুলিতে মূলতঃ সূর্য্য-চন্দ্রের আবর্তন ও ঋতুপরিবর্তন সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে। বেদের লিপিবদ্ধকরণের সময় যজ্ঞানুষ্ঠানের দিন, ক্ষণ ও মূহুর্তাদি নির্ণয়েও জ্যোতিষের বহুল ব্যবহার ছিল। উল্লেখ্য এই যে সেই সময় জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষবিদ্যা অভিন্ন ছিল। এই জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেকটি রাশির জন্য এমন কিছু সম্পর্ক রয়েছে যা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই সম্পর্কগুলির সঙ্গ আপনার ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারে। রাশি অনুযায়ী জেনে নিন সেই সম্পর্কগুলি...

আরও পড়ুন- শুক্রবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

মেষ- এই রাশির জন্য প্রপিতামহ-প্রপিতামহী, প্রমাতামহ-প্রমাতামহীর সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কগুলি আপনাকে বহু কাজে সাহায্য করবেন।
বৃষ- এই রাশির জন্য ভাই-বোনের সম্পর্ক শুভ। এই সম্পর্ক আপনাকে বহু বিপদে সাহায্য করবে।
মিথুন- এই রাশির জন্য প্রতিবেশীদের সম্পর্ক বেশ শুভ। আপনার ব্যক্তিগত জীবনের অনেক সমস্যায় এরা পাশে দাঁড়াবেন।
কর্কট- মা-বাবার সঙ্গে সারা জীবন সুসম্পর্ক বজায় রাখুন। সব সময়েই মা-বাবাকে পাশে রাখুন।
সিংহ- আপনার জীবনে আপনার সঙ্গী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গী এই রাশির পাশে থাকলে সারাজীবন সুখে কাটাবেন।
কন্যা- এই রাশির জাতকেরা ব্যবসার সঙ্গে জড়িত কোনও ব্যক্তির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। সারা জীবন লাভবান হবেন।
তুলা- এই রাশির জাতকেরা তাঁদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। 
বৃশ্চিক- এই রাশির জন্য মা অত্যন্ত গুরুক্বপূর্ণ। জীবনের অনেক কঠিন সময়ে আপনাকে বিপদ থেকে তিনি রক্ষা করবেন।
ধনু- এই রাশির জাতকেরা তাঁদের বাবার সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন।
মকর- এই রাশির জন্য মামার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
কুম্ভ- আপনার বন্ধুরাই চিরকাল আপনার পাশে থাকবেন। বন্ধুদের থেকে আপনি প্রচুর সাহায্য পাবেন।
মীন- এই রাশির জন্য দিদি বা বোনের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আপনার বিপদে এরা সব সময় আপনার পাশে থাকবে।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল