রাশি অনুযায়ী কী হওয়া উচিৎ নামের অক্ষর, জেনে নিন

  • চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ
  • চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য
  • নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে
  • রাশি অনুযায়ী নামের প্রথম অক্ষর কী হলে শুভ জেনে নিন

deblina dey | Published : Feb 10, 2020 4:56 AM IST

জ্যোতিষীরা বলেন মানুষের আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরে জন্ম তারিখের এক বিশেষ ধরণের প্রভাব রয়েছে। চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। আর একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে সেই সম্বন্ধে প্রাথমিক ধারনা পাওয়া যায় সেই ব্যক্তির রাশি থেকে। 

আরও পড়ুন- ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, দেখে নিন

জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব। চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তাই জ্যোতিষশাস্ত্র মতে, রাশি অনুযায়ী নামের প্রথম অক্ষর কী হলে শুভ জেনে নেওয়া যাক।

আরও পড়ুন- সোমবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

মেষ রাশি জাতক জাতিকাদের অ, আ, ল, ই দিয়ে নামের প্রথম অক্ষর হলে শুভ হয়।
বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব, ভ, উ দিয়ে নামের প্রথম অক্ষর হলে শুভ হয়। 
মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক ও ঘ দিয়ে নামের প্রথম অক্ষর হলে মঙ্গলদায়ক হয়। 
কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ ও হ দিয়ে নাম রাখা উচিত। 
সিংহ রাশির ম ও ত দিয়ে হলে  নাম থাকলে ভাল হয়। 
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প ও থ দিয়ে নাম রাখা উচিত।
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে র ও ত দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে মঙ্গলদায়ক হয়।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ন ও য দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে শুভ হয়। 
ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ, ধ, প ও থ দিয়ে নামের প্রথম অক্ষর দিয়ে নাম রাখা উচিত। 
মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর খ ও জ দিয়ে শুরু হলে তা মঙ্গলদায়ক হয়। 
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ, স ও শ দিয়ে নামের প্রথম অক্ষর হওয়া উচিত।
মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ, চ, থ ও ঝ দিয়ে নামের প্রথম অক্ষর হলে তা মঙ্গলদায়ক হয়। 

Share this article
click me!