
বৈদিক জ্যোতিষশাস্ত্রে মোট ১২ টি রাশির উল্লেখ আছে। প্রতিটি রাশির আলাদা আলাদা চিহ্ন। আলাদা আলাদা গ্রহ দ্বারা শাসিত। এই সকল গ্রহ প্রতি মুহূর্তে তাদের অবস্থান পরিবর্তন করে চলেছেন। এর ফলে সেই সকল রাশির জাতক জাতিকার জীবনে শুভ ও অশুভ সময় শুরু হয়। তেমনই গ্রহের পরিবর্তনে বদল আসতে চলেছে দুই রাশির জীবনে। আজ ২১ মে ভাগ্য খুলে যাবে দুই রাশির। দেখে নিন তালিকায় আপনি আছেন কি না।
কর্কট রাশি- শাস্ত্র মতে, আজ অর্থনৈতিক দিক শক্তিশালী হবে কর্কট রাশির। তেমনই কম পরিশ্রম করেও আজ সফল হবেন। ব্যবসায় আজ লেনদেন করতে পারেন। আজ সব কাজ সুষ্ঠ ভাবে সম্পন্ন হবে। এমনকী ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করার জন্যও আজকের দিনটি শুভ। আজ চাকরি ক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে। আজ কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আজ নতুন গাড়ি কিংবা বাড়ি কিনতে পারেন। সব কাজ আজ সুন্দর ভাবে সম্পন্ন হবে। তেমনই জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আজ। কোনও দ্বন্দ্ব নয়। এই পুরো সময়টা উপভোগ করুন। দুজনে একান্তে কোথাও ঘুরতে যেতে পারেন। এতে দিন ভালো কাটবে। আপনাদের সম্পর্কও মজবুত হবে। দিনটি খুবই গুরুত্বপূর্ণ এই রাশির জন্য।
ধনু রাশির জন্যও দিনটি বেশ ভালো। আজ ভাগ্য আপনার সঙ্গ দেবে। আজ পারিবারিক সুখ বজায় থাকবে। তেমনই অর্থ লাভের যোগ আছে আজ। আজ পরিবার ও সব কর্মীদের থেকে সম্মান পাবেন। পদমর্যাদা ও বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে। আজ ব্যবসা ক্ষেত্রেও ভালো দিন। আজ ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। নতুন কাজ শুরু করতে পারেন। আজ সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। তেমনই দাম্পত্য সুখ বজায় থাকবে। পুরনো কোনও দ্বন্দ্ব থাকতে তা আজ মিটে যাবে। সম্পর্কে নতুন মোড় আসতে পারে। আজ একান্তে সময় কাটানোর সুযোগ আসবে। সম্পর্কের উন্নতি ঘটবে আজকের দিনে। দিনটি এই রাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ। আজ যে কোনও কাজে সফল হবেন। আজ শিক্ষার্থীদেরও দিন ভালো যাবে। পড়াশোনায় উন্নতি হবে। পরীক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনিট উপভোগ করুন। শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনে আজ ভাগ্য খুলে যাবে এই দুই রাশির ওপর। ২১ মে দিনটি এই দুই রাশির জন্য খুবই শুভ।
আরও পড়ুন- শনি দেবতাকে তুষ্ট করলে পালন করুন শনি জয়ন্তী, জেনে নিন পুজোর তিথি
আরও পড়ুন- চিনে নিন এই চার রাশির ছেলেদের, এরা স্ত্রীর বদলে বাইরের লোককে বেশি বিশ্বাস করেন
আরও পড়ুন- বারে বারে দুর্ঘটনার শিকার হচ্ছেন, পিতৃদোষের কারণে হতে পারে এমন একাধিক সমস্যা