আপনার স্ত্রীর রাশি কি মীন? তাকে সামলাতে মেনে চলুন এই তিন টোটকা

Published : Mar 30, 2022, 04:38 PM ISTUpdated : Mar 31, 2022, 05:33 PM IST
আপনার স্ত্রীর রাশি কি মীন? তাকে সামলাতে মেনে চলুন এই তিন টোটকা

সংক্ষিপ্ত

আপনার স্ত্রীর রাশি যদি হয়, মীন। তাহলে এই তিনটি টিপস বেশ কাজে লাগবে। জেনে নিন তাকে সামলাবেন কী করে। তাদের এই তিনটি মানসিকতা প্রসঙ্গে সব সময় অবগত থাকুন। তাহলে দেখবেন সমস্যা অনেক কম হবে।  

মীন রাশির প্রতিক হল দুটি মাছ। একটি অপরটির বিপরীত দিকে সাঁতার কাটে। শাস্ত্র মতে, কল্পনা ও বাস্তবতার মধ্যে মীন রাশির মনোযোগ বিভাজিত হয়ে যায়। শাস্ত্র মতে, এরা তীব্র সংবাদেনশীল, সবানুভূতিশীল, সৃজনশীল হন। এরা স্বপ্ন দেখতে খুবই পছন্দ করেন। আবার স্বপ্নের জগতেও থাকতে ভালোবাসেন। তারা প্রায়শই বিভ্রান্ত হয়ে পড়েন। এই স্বভাব অধিকাংশ মীন রাশির জাতক জাতিকার মধ্যএ দেখা যায়। তাই আপনার স্ত্রীর রাশি যদি হয়, মীন। তাহলে এই তিনটি টিপস বেশ কাজে লাগবে। জেনে নিন তাকে সামলাবেন কী করে। তাদের এই তিনটি মানসিকতা প্রসঙ্গে সব সময় অবগত থাকুন। তাহলে দেখবেন সমস্যা অনেক কম হবে।  

শাস্ত্র মতে এরা সৃজনশীল মানসিকতার অধিকারী হন। এদের মধ্যে শৈল্পিক প্রতিভা থাকে। তাই ভুলেও তার এই প্রতিভা নষ্ট করবেন না। বিয়ের পর সংসারের চাপে অনেক মেয়েই তার শখ ত্যাগ করেন। প্রতিভা চাপা পড়ে যায় সংসারের ভারে। প্রথমে সব ঠিক থাকেও, এই ক্ষোভ তাদের মধ্যে থাকেই। তাই আপনার স্ত্রী-র যদি কোনও প্রতিভা থাকে তা হলে তা নষ্ট হতে দেবেন না। তা না হলে, এটাই বড় অশান্তির কারণ হবে। তাকে কাজে ব্যস্ত থাকার সুযোগ দিন। দুজনে যত ব্যস্ত থাকবেন, তত মাথায় ভুল জিনিস কম আসবে।   

সংবেদনশীল হন মীন রাশির মেয়েরা। তাই যদি মীন রাশির জাতিকাকে বিয়ে করে থাকেন, তাহলে সাবধান। ঝগড়ার সময় রাগের বসে এমন কিছু বলে ফেলবেন না, যা থেকে অশান্তি হতে পারে। তার মনে আঘাত দেবেন না। এরা সহজে আঘাত ভুলতে পারেন না। তাই সু সম্পর্ক বজায় রাখতে চাইলে তার এই মনের কথার খোঁজ রাখুন। তা না হলে, আপনিই সমস্যায় পড়বেন।   

স্বাধীনচেতা মানসিকতার অধিকারী হন মীন রাশির মেয়েরা। এই নিয়ে অধিকাংশ দাম্পত্য অশান্তি দেখা দেয়। আমরা যতই আধুনিক হই না কেন, পুরুষ শাসিত সমাজ সব সময় মেয়েদের নিয়ন্ত্রণ করতে চায়। আর এই বাধ্য বাধকতা সহ্য করতে পারে না মীন রাশির মেয়েরা। তাই অকারণে স্ত্রীর স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। তার আচরণের জন্য সম্পর্কে খারাপ প্রভাব পড়লে তাকে তা বোঝান। সম্পর্কের গুরুত্ব বোঝান স্ত্রীকে। কিন্তু, ভুলেও তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। 

আরও পড়ুন- বুধবার এই ছোট্ট কাজটি করলেই হাতে আসবে প্রচুর টাকা, ধনপতি হতে চাইলে আজই ট্রাই করুন

আরও পড়ুন- এপ্রিল মাসে মা লক্ষ্মীর বিশেষ কৃপা বজায় থাকবে এই ব্যক্তিদের উপর, মিলবে চাকরিতে পদোন্নতিও

আরও পড়ুন- মৃত্যুর স্বাদ কেমন? এমন মানুষের কিছু বয়ান যা উঠে এসেছে গবেষণায়
 

PREV
click me!

Recommended Stories

তুলসী গাছে ছোট ছোট পরিবর্তন বয়ে নিয়ে আসতে পারে আপনার জীবনে শুভ সময়ের বার্তা
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা