নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের দুর্বলতার সুবিধা নেন, সতর্ক থাকুন এই তিন রাশির থেকে

বিস্তর। শাস্ত্র মতে, এই সকলের গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে ব্যক্তির খারাপ ও ভালো সময় শুরু হয়। সে যাই হোক, আজ রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য দুর্বলদের সুবিধা নেন এরা, সতর্ক থাকুন এই তিন রাশির থেকে। এরা সব সময় লোকের দুর্বলতার সুবিধা নেয়। 

বৈদিক শাস্ত্র উল্লেখ আছে ১২টি রাশি রাশির। মেষ থেকে মীন এই সব কয়টি রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন সে কারণে আমরা সকলেই একে অপরের থেকে আলাদা। আলাদা সকল ব্যক্তির চরিত্র, আলাদা সকলের মানসিকতা। শাস্ত্র অনুসারে, এই পার্থক্যের কারণ ব্যক্তির রাশি। শাস্ত্রের বিভিন্ন গ্রহের ভূমিকা বিস্তর। শাস্ত্র মতে, এই সকলের গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে ব্যক্তির খারাপ ও ভালো সময় শুরু হয়। সে যাই হোক, আজ রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য দুর্বলদের সুবিধা নেন এরা, সতর্ক থাকুন এই তিন রাশির থেকে। এরা সব সময় লোকের দুর্বলতার সুবিধা নেয়। 
  
মেষ রাশি-
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। এরা সব সময় অন্যেরো দুর্বলতার সুবিধা নেন। নিজের ভালোটা দেখেন সব সময়। সে কারণে এরা ভালো বন্ধু তৈরিতে ব্যর্থ হয়ে থাকেন।  

মিথুন রাশি-
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা উদ্যমী বালক, চঞ্চলমতি গ্রহ হয়ে থাকে। এরা সৎ হলেও নিজেদের সুবিধার কথা সব সময় দেখেন। সে কারণে এদের আচরণে সহজে কেউ দুঃখ পেয়ে যায়। এরা লোকের দুর্বলতার সুবিধা নিতে এক্সপার্ট। এদের থেকে দূরত্ব বজায় রাখুন। এই রাশির ছেলে মেয়েরা অন্যের থেকে সুবিধা নিয়ে থাকে।   

Latest Videos

মীন রাশি-
রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এই রাশির ছেলে মেয়েরা অহংকারী হন। এরা অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে থাকেন। এই রশির ছেলে মেয়েরা নিজেদের স্বার্থের কথা ভাবেন সব ক্ষেত্রে। সব কাজে নিজের স্বার্থসিদ্ধির কথা চিন্তা করেন। সে কারণে এরা অন্যের সুযোগ নিতে চান। 

কেউ নম্র স্বভাবের, কেউ দয়াবান, কেউ পরোপকারী। তেমনই কেউ স্বার্থপর। আমরা সকলেই একে অপরের থেকে আলাদা। আলাদা আমাদের মানসিকতা, ভিন্ন আমাদের মনের ভাবনা। শাস্ত্র মতে, এই সকল নির্ভর করে ব্যক্তির রাশির ওপর। শাস্ত্র মতে, সকল রাশির ছেলে মেয়েদের মানসিকতা ও আচরণের পার্থক্যের কারণ সকলের রাশি। তবে, সতর্ক থাকুন এই তিন রাশির থেকে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের দুর্বলতার সুবিধা নেন এরা।  

আরও পড়ুন- কেন রান্না করা পাত্রে খাবার খেতে নিষেধ করেন বড়রা, জেনে নিন এর আসল কারণ

আরও পড়ুন- জেনে নিন কেন রাখা হয় শ্রাবণ সোমবারের উপবাস, এর গুরুত্ব কী

আরও পড়ুন- দুর্ভাগ্য কাটাতে এবং আটকে থাকা কাজের বাধা দূর করতে রাশি অনুযায়ী জানুন শিবের মন্ত্র জপ

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ