স্বামী কি সারাদিন আপনার সঙ্গে ঝগড়া করে? দেখে নিন কোন রাশির ছেলেরা ঝগড়াটে স্বভাবের

Published : May 10, 2022, 02:51 PM IST
স্বামী কি সারাদিন আপনার সঙ্গে ঝগড়া করে? দেখে নিন কোন রাশির ছেলেরা ঝগড়াটে স্বভাবের

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, রাশি অনুসারে হয় এমন ভেদ। এক এক রাশির, মানসিকতা ও স্বভাব এক এক রকম। আর রইল চার রাশির কথা। এরা স্বভাবে বড্ড ঝগড়াটে হয়। এই রাশির ছেলেরা সব সময় বউয়ের সঙ্গে ঝগড়া করে। দেখে নিন এই তালিকায় আপনার স্বামী আছেন কি না। 

রাশি চক্রে রয়েছে ১২টি রাশি। সকলেই একে অন্যের থেকে আলাদা। কেউ শান্ত তো কেউ তেজী, কেউ ধূর্ত তো কারও বুদ্ধি কম। আমাদের সঙ্গে সঙ্গেই সকলের রয়েছে বিস্তর তফার। শাস্ত্র মতে, রাশি অনুসারে হয় এমন ভেদ। এক এক রাশির, মানসিকতা ও স্বভাব এক এক রকম। আর রইল চার রাশির কথা। এরা স্বভাবে বড্ড ঝগড়াটে হয়। এই রাশির ছেলেরা সব সময় বউয়ের সঙ্গে ঝগড়া করে। দেখে নিন এই তালিকায় আপনার স্বামী আছেন কি না। 

সিংহ রাশি- এরা সবজান্তা গোছের মানুষ হন। যে কারণে অনমনীয় স্বভাব দেখা যায় এদের মধ্যে। এই রাশির ছেলেরা স্ত্রী-র সঙ্গে সব সময় ঝগড়া করেন। এরা কোনও ব্যাপারে সহযোগীতা করেন না। তেমনই এরা আপস করেন না। এরা ছোট খাটো ব্যাপারে ঝগড়া করে থাকেন। সে অতিথিদের উপস্থিতিতেই হোক কিংবা একা থাকুক না কেন, সব সময় অশান্তি করতে পছন্দ করেন। 

বৃশ্চিক রাশি- এরা বড্ড এক গুঁয়ে স্বভাবের হয়ে থাকেন। তারা কখনও মানতে চান না, তাদের ভুল হতে পারে। এই কারণে স্ত্রীর সঙ্গে ছোট খাটো ব্যাপারে ঝগড়া করে থাকেন। অকারণ তর্ক করা এদের স্বভাব। সে কারণে ঝামেলা লাগতেই থাকেন। 

মিথুন রাশি- অধিক আত্মসম্মান বোধ থাকে এদের। এরা সব সময় ছোট খাটো বিষয় অশান্তি করে থাকেন। এদের সঙ্গে চট করে তর্কে জড়াবেন না। এদের সঙ্গে অন্যের মতোবিরোধ লাগে প্রায়শই। এদের সঙ্গে স্ত্রী-র অশান্তি হয় বিস্তর। রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। এই রাশির অধিকর্তা হল বুধ। বুধ চঞ্চলমতি, উদ্যমী বালক গ্রহ বলে পরিচিত।  

তুলা রাশি- রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশির অধিকর্তা হল শুক্র। এরা ভাবপ্রবণ ও বিজ্ঞ স্বভাবের হয়ে থাকে। যে কারণে এদের সঙ্গে সহজে কারও মতের মিল হয় না। এদের সঙ্গে সঙ্গীর প্রায়শই ঝগড়া বাঁধে। এরা সহজে আপস করেন না। সে কারণে অশান্তি লেগেই থাকে। এরা স্ত্রীর সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেন না। সঙ্গীর মতের পার্থক্য হয় এদের। যে কারণে এরা সারাক্ষণ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চলেন। চিনে নিন এই চার রাশির স্বামীদের। এরা বড্ড ঝগড়া করেন।    

আরও পড়ুন- বক্রী হচ্ছে বুধ, এই ৬ রাশিকে অর্থ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে থাকতে হবে ভীষণ ভাবে সতর্ক

আরও পড়ুন- চন্দ্রগ্রহণের ঠিক একদিন আগে ১৫ মে রাশি পরিবর্তন করছে সূর্য, রাতারাতি ভাগ্য বদলে যাবে এই তিন রাশির

​​​​​​​আরও পড়ুন- এই রাশির মেয়েরা সম্পর্কের প্রতি আন্তরিক, সঙ্গীর জন্য সব কিছু ছাড়তে প্রস্তুত থাকে
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল