এই চার রাশির ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবধান, বিয়ে করতে চান না এরা

Published : Mar 11, 2022, 11:50 AM ISTUpdated : Mar 11, 2022, 11:55 AM IST
এই চার রাশির ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবধান, বিয়ে করতে চান না এরা

সংক্ষিপ্ত

বিয়ে নিয়ে আপনার মানসিকতা (Mentality) কেমন তা নির্ভর করে, আপনার রাশির (Zodiac Sign) ওপর। রাশি দেখে বোঝা যায়, বিয়ে নিয়ে কার কেমন মত হতে পারে। জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুসারে, এমন চারটি রাশি আছে, যার সহজে বিয়ে করতে চান না।

বিয়ে (Marriage) নিয়ে এক এক জনের এক এক মত। কেউ সম্পর্কে জড়ালেই বিয়ের কথা ভাবেন। কেউবা বিয়েতে ভয় পান। কমিটমেন্ট ফোবিয়া দেখা দেয় অনেকের মধ্যে। আবার অনেকে সম্পর্ক খুব সুন্দর করে সামলাতে পারেন। বিয়ে নিয়ে আপনার মানসিকতা (Mentality) কেমন তা নির্ভর করে, আপনার রাশির (Zodiac Sign) ওপর। রাশি দেখে বোঝা যায়, বিয়ে নিয়ে কার কেমন মত হতে পারে। জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুসারে, এমন চারটি রাশি আছে, যার সহজে বিয়ে করতে চান না। সম্পর্ককে পরিণতি দিতে এরা ভয় পান। দেখে নিন এই তালিকায় কারা আছেন।   

কুম্ভ রাশি
ভাবুক, দার্শনিক, ধর্মপরায়ন হন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এরা অন্যায়ের বিরুদ্ধে সর্বদা লড়াই করেন। তবে, এরা বিবাহের মতো কারও সঙ্গে আবদ্ধ হওয়ার ধারণাটিকে তুচ্ছ মনে করেন। এরা সহজে কারও প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে না। এরা মানসিক অস্থিরতা, অবসাদের মতো সমস্যায় প্রায়শই ভোগেন। তাই কুম্ভ রাশির জাতক-জাতিকার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সতর্ক হন। 

মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি (Pisces)। এই রাশির অধিকর্তা হলেন বৃহস্পতি। মীন রাশির ছেলে-মেয়েরা খুবই সংবেদনশীল স্বভাবের হয়। এরা সৎ ও পরোপকারী হয়ে থাকে। তবে, বিয়ে প্রসঙ্গটা উঠলেই এরা হতবাক হয়ে যান। এরা আবেগ, অশ্রু, অভিযোগ, অপরাধবোধ ও হতাশার সঙ্গে মোকাবিলা করতে পারেন না। 

ধনু রাশি
ধনু রাশির অধিকর্তা হল বৃহস্পতি। এরা ধার্মিক, সৎ, পরোপকারী ও আদর্শবাদী স্বভাবের হয়ে থাকে। এরা কর্মকুশল, সত্যপ্রিয়, জ্ঞানী ও প্রতিভাশালী হন। ধনু দুঃসাহসিক এবং আবেগপ্রবণ মানসিকতার অধিকারী হন ধনু রাশির জাতক জাতিকারা। এরা সব সময় বিয়ে প্রসঙ্গটা এড়িয়ে যা। এরা নতুন নতুন ব্যক্তির সঙ্গে সাক্ষাত করতে পছন্দ করেন। তবে, সহজে সম্পর্কে জড়াতে চান না। তারা জীবনে অনুশোচনা করতে চান না। তাই সম্পর্ক থেকে দূরে পালান। 

মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি (Gemini)। এই রাশির অধিকর্তা হলেন বুধ। মিথুন রাশির ছেলে-মেয়েরা খুবই উদ্যমী স্বভাবের হয়ে থাকে। কোনও মজা বা উত্তেজনা ছাড়া জীবন কল্পনা করতে পারেন না মিথুন রাশির জাতক জাতিকার। কাউকে বিয়ে করে জীবনে বাঁধা পড়তে ভয় পান। তাদের মতে, বিয়ে করলে সামাজিক জীবন নষ্ট হয়ে যায়। 

আরও পড়ুন- শুক্রবার ৬ রাশির অভিভাবকের শারিরীক সমস্যার আশঙ্কা, দেখে নিন আজকের রাশিফল

আরও পড়ুন- রাশি দেখে জেনে নিন অর্থ সংক্রান্ত বিষয় কে ভরসাযোগ্য, রাশি বলে দেবে মানসিকতা

আরও পড়ুন- রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য, এই যোগে লাভবান হতে চলেছে এই ৪ রাশি

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক শুভ পরিণয়ে সম্পন্ন হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: এদের জন্য আজ লাভজনক দিন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল