সকল দুর্ভোগ কাটতে মেনে চলুন বেল গাছের টোটকা, জেনে নিন কী করবেন

Published : Apr 23, 2022, 02:54 PM IST
সকল দুর্ভোগ কাটতে মেনে চলুন বেল গাছের টোটকা, জেনে নিন কী করবেন

সংক্ষিপ্ত

সকল সমস্যার সমাধান হবে জ্যোতিষ টোটকায়। আজ রইল বেল গাছের টোটকা। বেল গাছের মূল ধারণ করলে জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। একটি বেলগাছের মূল নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার তাতে চন্দন লাগান। এই মূল ভগবান শিবকে নিবেদন করুন। পুজো করুন। তারপর সাদা সুতো দিয়ে ধারণ করতে পারেন। 

নানা কারণে জীবনে একাধিক সমস্যা লেগে থাকে। কখনও আর্থিক জটিলতা, কখনও পারিবারিক অশান্তি, কখনও চাকরির চিন্তা। কখনও কখনও সমস্যা এমন ভাবে ছেঁকে ধরে যে আমরা কী করব ভেবে পাই না। সমস্যা থেকে মুক্তির উপায় পাওয়া যায় না। এবার সকল সমস্যার সমাধান হবে জ্যোতিষ টোটকায়। আজ রইল বেল গাছের টোটকা। বেল গাছের মূল ধারণ করলে জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন কীভাবে পালন করবেন এই টোটকা। 

একটি বেলগাছের মূল নিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার তাতে চন্দন লাগান। এই মূল ভগবান শিবকে নিবেদন করুন। পুজো করুন। তারপর সাদা সুতো দিয়ে ধারণ করতে পারেন। কোমর অথবা হাতে লাগাতে পারেন। ধারণ করতে সমস্যা হলে মানি ব্যাগে রেখে দিন এই মূল। এতে একাধিক উপকর পাবেন। 

কোনও উদ্দেশ্য সফল হবে এই বেল গাছের মূল ধারণে করলে। জ্যোতিষ শাস্ত্রে, মূল ধারণের বিস্তর ভূমিকা আছে। হয়তো নানা কারণে কোনও কাজে সফল হচ্ছেন না। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও অসফল হচ্ছেন। সেক্ষেত্রে বেল গাছের মূল ধারণ করতে পারেন। এতে উপকার পাবেন। 

পারিবারিক অশান্তি দূর হবে বেল গাছের মূল ধারণে। পারিবারিক অশান্তি নানা কারণে লেগেই থাকে। সেই সমস্যা থেকে মুক্তি পেতে বেল গাছের মূল বেশ উপকারী। পারিবারিক বিবাদ থেকে মুক্তি না পেলে বেল গাছের মূল ধারণ করুন। সাদা সুতোয় বেঁধে মূল পরুন উপকার পাবেন।  

প্রভাবশালী করে তুলবে ও আত্মবিশ্বাস বাড়বে বেল গাছের মূল ধারণে। এমনই মত শাস্ত্রে। বেল গাছের মূলের গুণে ব্যক্তির আত্মসম্মান বৃদ্ধি পায়। এটা শুভ হিসেবে গণ্য হয়। এতে উপকার পাবেন।   

বাচ্চার পড়াশোনা নিয়ে নানা রকম জটিলতা চলতেই থাকে। অনেক বাচ্চারই পড়ায় মন বসে না। এক্ষেত্রে বাচ্চার পড়ায় উন্নতি ঘটাতে চাইলে তাকে বেল গাছের মূল পড়ান। এতে বাচ্চার পড়াশোনায় উন্নতি হবে। 
হয়তো নানা কারণে আপনার শক্র সংখ্যা বেড়েই চলেছে। এমন হলে বেল গাছের মূল ধারণ করুন। এতে শত্রুর সংখ্যা হ্রাস পাবে। এমনকী, কারও কুনজর থেকে মুক্তিও পেতে পারেন বেল গাছের মূল ধারণে। তাই সকল দুর্ভোগ কাটতে মেনে চলুন এই বেল গাছের টোটকা। মূল ধারণ করে সকল জটিলতা থেকে মুক্তি পান। 

আরও পড়ুন- মা দুর্গাকে প্রসন্ন করার জন্য একে অপরের দিকে ছোঁড়া হয় আগুন, জেনে নিন প্রাচীণ এই রীতি সম্পর্কে

আরও পড়ুন- এই ৩ রাশির জাতকদের জীবন প্রেম-অর্থ-রোমান্সে ভরে উঠবে, দেখে নিন কোন কোন রাশি আছে এই তালিকায়

আরও পড়ুন- এই রাশির মেয়েরা বাবার জন্য খুব লাকি, এদের জন্মের সঙ্গে সঙ্গে পরিবারের ভাগ্য খুলে যায়

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল