আজ মাদার্স ডে! কোন উপহারে মা খুশি হবেন, রাশি অনুযায়ী জেনে নিন

  • আজ মাদার্স ডে। আজ মা-কে অবাক করে তাঁর মুখে একটু হাসি ফোটানোর দিন।
  • কিন্তু মা কীসে খুশি হবেন, জানবেন কীভাবে! মা-এর রাশি দেখেই ঠিক করুন মা-র মুখে হাসি ফোটাবেন। 
     
swaralipi dasgupta | Published : May 12, 2019 5:44 AM IST

মেষ- এই রাশির মায়েরা একটু সাহসী হন। এরা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করেন। এঁদের আনন্দ দিতে আজ লং ড্রাইভে ঘুরে আসতে পারেন। এছাড়া কোনও জিম-এর মেম্বারশিপ করিয়ে দিলেও খুশি হবেন মেষ রাশির মায়েরা। 

বৃষ- এই রাশির মায়েরা পরিবারের জন্য সারাদিন চিন্তা করেন। পরিবার কীসে ভাল থাকবে, সুস্থ থাকবে এই দেখভাল করেই কেটে যায়। তাই আজ তাঁকে একটু অন্যভাবে সময় দিন। মা-কে আজ একগুচ্ছ ফুলের তোড়া দিন আর কোনো ভাল রেস্তোরাঁয় নিয়ে যান। 

Latest Videos

মিথুন- এই  রাশির মায়েরা বুদ্ধিমতী এবং খুব রসিক হন। তাঁর এই স্বভাবকে আস্কারা দিতে বইয়ের থেকে ভাল উপহার আর কী হতে পারে। এছাড়া একগুচ্ছ অর্কিডও দিতে পারেন। 

কর্কট- এই রাশির জাতক জাতিকারা খুবই সংবেদনশীল ও আবেগপ্রবণ হন। তাই এই দিন এই রাশির মায়েদের খুশি করতে দিতে পারেন একগুচ্ছ ফুলের তোড়া। এছাড়া পরিবারের সকলের নাম খোদাই করা ব্রেসলেট দিতে পারেন। 

সিংহ- এই রাশির জাতক জাতিকারা সৃজনশীল হন। এদের তাই নিজে হাতে কিছু বানিয়ে উপহার দিন। নিজের সৃজনশীলতাকেই কাজে লাগান এই রাশির মায়েদের খুশি করতে। 

কন্যা- এই  রাশির মায়ের খুব মন দিয়ে ঘরকন্যা করেন। তাই চটজলদি কাজ হয় এমন কিছু উপহার দিন এই রাশির মা-কে। যেমন রোটি মেকার বা টোস্টার ইত্যাদি। 

তুলা- এই রাশির মায়েরা বেশ শৌখিন হন। এদের খুশি করতে একগুচ্ছ গোলাপ, সুগন্ধী বা ভাল কোনও কার্ড দিতে পারেন। 


বৃশ্চিক- এই রাশির  জাতক জাতিকারা প্রকৃতি খুব পছন্দ করে। তাই এইদিন এদের খুশি করতে সুন্দর কোনও গাছ দিন যা দিয়ে তিনি ঘর সাজাতে পারবেন। 

ধনু- এরা গানবাজনা খুব পছন্দ করেন। এদের ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। মায়ের পছন্দের কোনও শিল্পীর গানের সিডি উপহার দিন এই দিন। 

মকর- এই রাশির জাতকেরা বিলাসিতা ও জাঁকজমক পছন্দ করেন। তাই এই রাশির মায়েদের কোনও সুন্দর গয়না উপহার দিতে পারেন। 

কুম্ভ-  এই রাশির মায়েদের কোনও যোগ ব্যয়াম কেন্দ্রের মেম্বারশিপ করিয়ে দিন। 

মীন- এই রাশির জাতক জাতিকারা শৌখিন হন। কোনও এসেনশিয়াল অয়েল, সুগন্ধী এই সব উপহার দিতে পারেন। 
 

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের