এই পাঁচটি কারণে বাড়িতে রাখুন তামার সূর্য, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে সর্বত্র

Published : Apr 04, 2022, 05:41 PM IST
এই পাঁচটি কারণে বাড়িতে রাখুন তামার সূর্য, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে সর্বত্র

সংক্ষিপ্ত

ঘর সাজাতে আমরা নানা রকম জিনিস ব্যবহার করে থাকি। কখনও হাতি, পাখি, ঘোড়ার মূর্তি। কখনও মুখোশ লাগাই দেওয়ালে। কখনও ঘর সাজাতে ব্যবহার করি গণেশ মূর্তি। অজান্তেই আমরা এমন জিনিস ব্যবহার করে থাকি যা আমাদের বাড়িতে ভালো ও খারাপ উভয় প্রভাব ফেলে। ঘর সাজাত আমরা অনেকে তামার সূর্য ব্যবহার করে থাকি। জেনে নিন কেন বাড়িতে তামার সূর্য রাখা হয়।  

ঘর সাজাতে আমরা নানা রকম জিনিস ব্যবহার করে থাকি। কখনও হাতি, পাখি, ঘোড়ার মূর্তি। কখনও মুখোশ লাগাই দেওয়ালে। কখনও ঘর সাজাতে ব্যবহার করি গণেশ মূর্তি। অজান্তেই আমরা এমন জিনিস ব্যবহার করে থাকি যা আমাদের বাড়িতে ভালো ও খারাপ উভয় প্রভাব ফেলে। শাস্ত্র মতে, কিছু জিনিস আছে, যার থেকে উৎপন্ন হয় ইতিবাচক শক্তি। যা সব উন্নতির কারণ হয়। আবার অনেক জিনিস আছে, যা নেতিবাচক শক্তি তৈরি করে থাকে। সকলের শারীরিক জটিলতা, আর্থিক ক্ষতি ও সব কাজে বাধা আসে এর কারণে। বিশেষ করে, ঠাকুর মূর্তি বা ছবি ভুল জায়গায় রাখলে দেখা দেয় সমস্যা। ঘর সাজাত আমরা অনেকে তামার সূর্য ব্যবহার করে থাকি। জেনে নিন কেন বাড়িতে তামার সূর্য রাখা হয়।  

ঘরে ইতিবাচক এনার্জি বৃদ্ধি করে তামার সূর্য। সূর্য দেবতাকে আদি দেবতাদের মধ্যে গণ্য করা হয়। তাই তার ছবি ঘরে রাখলে সব কাজে উন্নতি ঘরে। শাস্ত্র মতে, ঘর সাজাতে যদি তামার সূর্য ব্যবহার করেন, তাহলে ঘরে ইতিবাচক এনার্জি তৈরি হয়। যা সকল অশুভ শক্তিকে নাশ করে।  

বাস্তু অনুসারে বাড়িতে তামার সূর্য থাকলে আপনার পরিবারের সদস্যদের নাম, খ্যাতি ও গৌরব ছড়িয়ে পড়ে। সূর্য দেবতার কৃপা পেলে নাম ও খ্যাতি অর্জন করা সম্ভব। তাই বাস্তু মতে, সূর্য দেবতার কৃপা পেতে ঘরে রাখুন তামার সূর্য। 

সকল সদস্যের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে সূর্য দেবতার কৃপা পেলে। শাস্ত্র মতে, ঘরে যদি তামার সূর্য রাখেন তাহলে দূর হবে পারিবারিক অশান্তি। সম্ভব হবে, বসার ঘরে রাখুন তামার সূর্য। এই জায়গায় পরিবারের সকলে এক সঙ্গে উপস্থিত হন। তাই এই স্থানে তামার সূর্য রাখা শুভ বলে মনে করা হয়। 
 
যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, অবশ্যই তাদের বাড়িতে রাখুন তামার সূর্য। এতে নাম, খ্যাতি ও জনপ্রিয়তা বাড়বে। সূর্য দেবের কৃপায় সৃজনশীলতার বহিঃপ্রাকাশ ঘটবে। তাই মেনে চলুন এই টোটকা। 

ব্যবসায়ী, অভিনেতা, রাজনীতি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঘরে রাখুন তামার সূর্য। তামার সূর্য ব্যক্তি যশ ও খ্যাতি বৃদ্ধি করবে। ঘরের যে কোনও জায়গায় রাখতে পারেন এই ছবি। এবার থেকে সকল বাধা দূর করতে ঘর রাখুন তামার সূর্য।  

আরও পড়ুন- যৌনজীবনে চরম সুখ পাবেন মীন রাশির জাতকরা, শাস্ত্র মতে জেনে নিন কেমন হবে আপনার সেক্স লাইভ

আরও পড়ুন- কান দিয়ে যায় চেনা, নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগে নজর দিন তার কানে

আরও পড়ুন- বিপদে পড়লে এদের সাহায্য নিন, এই চার রাশির ছেলে মেয়েরা ভালো পরামর্শদাতা হন

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল