Vastu Tips For Pregnant Women: রইল গর্ভবতী মহিলাদের জন্য বাস্তু টোটকা, ঘরে রাখুন এই তিন জিনিস

Published : Jan 04, 2022, 05:36 PM IST
Vastu Tips For Pregnant Women: রইল গর্ভবতী মহিলাদের জন্য বাস্তু টোটকা, ঘরে রাখুন এই তিন জিনিস

সংক্ষিপ্ত

বাস্তু (Vastu) মেনে গর্ভবতী মায়েদের ঘর সাজালে মিলবে সুফল। তাদের মতে, গর্ভবতী মায়েদের ঘরে তিনটি জিনিস রাখার নির্দেশ আছে। যে জিনিসগুলো মা ও গর্ভস্থ বাচ্চা দুজনকেই সুস্থ রাখবে। জেনে নিন বাস্তু মতে কী কী রাখা উচিত। 

মা হওয়ার আগে গর্ভাবস্থায় মেনে চলতে হয় একাধিক নিয়ম। সুস্থ বাচ্চার (Baby) জন্ম দিতে ডাক্তারি পরামর্শের পাশাপাশি মেনে চলতে হয় একাধিক নিয়ম। আগেকার দিনে এই নিয়মের তালিকা ছিল বিস্তর। সন্ধ্যার পর বাড়ির বাইরে যাওয়া যাবে না, চুল কাটা যাবে না, গ্রহণের সময় ছুড়ি-কাঁচি ব্যবহার না করার মতো একাধিক নিয়ম ছিল। এখন সেই তালিকা বদলেছে ঠিকই, কিন্তু সন্তান জন্মের সময় সকল মায়েরাই সতর্ক থাকেন। এবার রইল কয়টি বাস্তু টোটকা। 

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাস্তু (Vastu) মেনে ঘর সাজালে মিলবে সুফল। তাদের মতে, গর্ভবতী মায়েদের ঘরে তিনটি জিনিস রাখার নির্দেশ আছে। যে জিনিসগুলো মা ও গর্ভস্থ বাচ্চা দুজনকেই সুস্থ রাখবে। আনন্দিত করে তুলবে দুজনের মন। জেনে নিন বাস্তু মতে কী কী রাখা উচিত। 

ঘরে রাখুন ময়ূরের পালক। ময়ূরের পালক শুভ (Lucky) ও মাঙ্গলিক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়।  এটি ভগবান শ্রী কৃষ্ণ সর্বদা তাঁর মাথায় ময়ূরের পালক রাখেন। তাই যে কোনও শুভ কাজে বা মঙ্গল চিহ্ন হিসেবে বহু মায়ের ঘরে রাখতে পারেন ময়ূরের পালক। ঘরের দরজায় ময়ূরের পালক রাখলে কোনও নেতিবাচক শক্তি ঘরে আসে না। কারও কু-দৃষ্টি থেকে রক্ষা করবে ময়ূরের পালক। যে কোনও শত্রুর হাত থেকে রক্ষা করবে এই পালক।  
ঘরে রাখুন গোলাপী রঙের ছবি। গোলাপী রং (Pink Color) সুখ ও আনন্দের প্রতীক। তাই মনে করা হয়, এই রঙের ছবি ঘরে রাখলে সর্বকার্যে সুখ ও শান্তি বজায় থাকবে। চাইলে সাদা (White) রঙের ছবিও রাখতে পারেন। সাদা রং শান্তি ও সুস্বাস্থ্যের প্রতীক। এই রঙের ছবি রাখলে মন শান্ত থাকবে। এই সময় মানসিক শান্তির খুবই প্রয়োজন হয়। তাই এই ছবি রাখতে পারেন। এতে সকল মানসিক চিন্তা দূর হবে।

আরও পড়ুন: Vastu Tips for Dragon Statue: পারিবারিক শান্তি বজায় রাখতে ঘরে রাখুন ড্রাগন মূর্তি, জেনে নিন ব্স্তু মত

আরও পড়ুন: Chanakya Niti: এই ৫ গুণের অধিকারী মহিলারা প্রতিটি ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে 

গর্ভবতী মহিলার ঘরে ধাতুর তৈরি জিনিস রাখা শুভ বলে মনে করা হয়। তামার জিনিস রাখতে পারেন। তামা কু-দৃষ্টি, নেতিবাচকতা দূর করে। ঘরে পজেটিভ শক্তি (Positive Energy) বৃদ্ধি করে তামা। এই তামা গর্ভবতী মহিলার স্বাস্থ্যের উন্নতি করে সঙ্গে কারও কু-দৃষ্টি থেকে দূরে রাখে গর্ভস্থ বাচ্চাকে। ফলে, এই সময় হবু মায়ের ঘরে রাখতে পারেন, তামার তৈরি কোনও জিনিস। 
 

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল