Vastu Tips for Dragon Statue: পারিবারিক শান্তি বজায় রাখতে ঘরে রাখুন ড্রাগন মূর্তি, জেনে নিন ব্স্তু মত

বাস্তু শাস্ত্রে ড্রাগরের ভুমিকা রয়েছে বিস্তর। বাড়িতে সৌভাগ্য (Good Luck) বয়ে আনতে চাইলে রাখতে পারেন ড্রাগন। ঘরে সুখ-শান্তি বজায় রাখতে এবং সমৃদ্ধি করতে কিনতে পারেন ড্রাগন (Dragon Statue)।  এক্ষেত্রে কয়টি জিনিস মাথায় রাখবেন। জেনে নিন কী কী। 

ক্রমে বাস্তু শাস্ত্রের প্রতি ভরসা বাড়ছে মানুষের। বাস্তু একটা সময় মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু, এখন অধিকাংশ বাস্তু মেনে ঘর সাজাচ্ছেন কিংবা বাড়ি তৈরির আগে মেনে চলছেন বাস্তু মত। বাস্তু বলতে, শুধু ঘরের দিক নির্দেশ নয়। বলা হয়, একটা সূচ থেকে দেওয়াল চিত্র সবই পড়ে বাস্তুর ভিতর। বাস্তু মতে, ঘর সাজাতে যেমন কোথায় কী আসবাব রাখব তা ঠিক করি, তেমনই কিনতে পারেন কিছু জিনিস। ঘরে সুখ-শান্তি বজায় রাখতে এবং সমৃদ্ধি করতে কিনতে পারেন ড্রাগন (Dragon Statue)।  

বাস্তু শাস্ত্রে ড্রাগরের ভুমিকা রয়েছে বিস্তর। ড্রাগনকে শক্তির প্রতীক মনে করা হয়। এটা মূলত চিনা (China) বস্তু। চিনা সম্প্রদায়ের কাছে ড্রাগন হল সৌভাগ্যের প্রতিক। বর্তমানে চিনা সম্প্রদায়ের মানুষের এই ভাবনা-চিন্তাকে অনেকেই আপন করে নিয়েছে। তাই বাড়িতে সৌভাগ্য (Good Luck) বয়ে আনতে চাইলে রাখতে পারেন ড্রাগন। এক্ষেত্রে কয়টি জিনিস মাথায় রাখবেন। 

Latest Videos

কাঠের (Wood) বা সিরামিক ড্রাগন কিনতে পারেন। এটা শুভ মনে করা হয়। ধাতু বা সোনার ড্রাগন না কেনাই ভালো। মাটির ফুলদানিতে তৈরি সবুজ ড্রাগন (Green Dragon) কিনতে পাওয়া যায়। তা রাখতে পারেন বসার ঘরে। এতে সংসারে শান্তি বজায় থাকবে। এমনকী, ঘর সাজাতে ব্যবহার করতে পারেন ড্রাগন দম্পতির ছবি। বাস্তু মতে, ড্রাগন দম্পতির ছবি সংরারে সমৃদ্ধি করবে। তবে, ড্রাগনের মূর্তি কিংবা ছবি ভুলেও বেডরুমে (Bed Room)  রাখবেন না। বাস্তু মতে, এই ছবি বা মূর্তি বেডরুমে রাখতে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয়। যা ডেকে আনে অমঙ্গল।  

শুধু শখ করে ড্রাগনের মূর্তি (Dragon Statue) কিনলেই হল না। তা রাখতে হবে যথাযথ স্থানে। তবেই বজায় থাকবে পারিবারিক সুখ-শান্তি। যদি কাঠের ড্রাগন কিনে থাকেন, তা হলে তা রাখুন বাড়িক দক্ষিণ-পূর্ব বা উত্তর পূর্ব কোণে। এমনকী পূর্ব দিকেও রাখতে পারেন কাঠের ড্রাগন। 

আরও পড়ুন: Vastu tips for Kitchen: রান্নাঘরে এই জিনিস পড়ে যাওয়া অত্যন্ত অশুভ, জেনে নিন এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি

আরও পড়ুন: Vastu Tips: বাড়িতে কখনোই হবে না অর্থের অভাব, যদি মেনে চলেন বাস্তুর এই নিয়মগুলো

ক্রিস্টাল ড্রাগন (Dragon) কিনতে তা রাখতে রাখুন দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম দিকে। এই নির্দিষ্ট দিকে কোনও আসবাবের ওপর ড্রাগন রাখুন। তবে, বাচ্চার পড়ার ঘরে ড্রাগনের মূর্তি বা ছবি রাখবেন না। বিশেষ করে পড়ার টেবিলে ড্রাগন রাখবেন না। এতে পাড়াশোনায় বাধা আসে। তাই ঘরে বাস্তু দোষ কাটিয়ে সুখ-শান্তি বজায় রাখতে কিনতে পারেন ড্রাগনের মূর্তি কিংবা ছবি। 
 

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari