বাস্তু মতে বাড়ির ঠাকুর ঘর রাখুন এই দিকে, না হলেই সংসারের অমঙ্গল নিশ্চিত

বাস্তু শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে, পুজোর জন্য সবচেয়ে ভালো দিকটি হল উত্তর-পূর্ব কোণ। এই ঈশান কোনটি খুবই পবিত্র, যার অধিষ্ঠাত্রী দেবতা হলেন বৃহস্পতি। ফলে এই দিকটি পুজোর জন্য একেবারে উপযুক্ত স্থান। 

আমাদের সবার জীবনেই বাস্তুশাস্ত্রের (Vastu shastra) প্রচুর অবদান রয়েছে। এই বিষয়টি নিয়ে যাঁরা কিছু জানেন না তাঁরা হয়তো অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দেবেন। কিন্তু আদতে এই বাস্তুশাস্ত্রের নিজস্ব কিছু যুক্তি আছে যা অত্যন্ত কার্যকারী। আর বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘর (Keep God This Position) সঠিক দিকে হওয়া খুবই জরুরি।

সাধারণ মানুষের জীবনে পুজোর খুবই গুরুত্ব রয়েছে। ধর্ম বিশ্বাস অনুযায়ী প্রতিটি মানুষের জীবনে পুজোর প্রয়োজনীয়তা রয়েছে এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এছাড়া বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে ও সাংসারিক উন্নতি করতে পুজো করা হয়ে থাকে। তবে পুজো করার জন্য সঠিক স্থান বেছে নেওয়া না হলে খুব সমস্যা। ভুল স্থান বেছে নেওয়া হলে উল্টে সংসারে অমঙ্গল আসতে পারে। মানুষের মন এমনিতেই চঞ্চল হয়। অনেক সময় পুজোর সময়ও মন অশান্ত হয়ে পড়ে। তবে এটা শুধু মনেরই দোষ এমনটা ভাবা ভুল। এই সময় দেখা উচিত আপনি বাড়ির পুজোর ব্যবস্থা কোন দিকে রয়েছে। সংসারের অরোধ্য দেবদেবীকে কোথায় কীভাবে বসে রেখেছেন আপনি। যদি এই ক্ষেত্রে ভুল হয়ে থাকে তাহলে আপনার জীবনে প্রভাব পড়বে। এমনকী আপনার পরিবারের সদস্যদের মধ্যেও নানান অবাঞ্চিত সমস্যা তৈরি হবে।

Latest Videos

আরও পড়ুন- ঠাকুর ঘর সজ্জার সময় মাথায় রাখুন এই পাঁচটি জিনিস, তা না হলে দেখা দিতে পারে অমঙ্গল

বাস্তু শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে, পুজোর জন্য সবচেয়ে ভালো দিকটি হল উত্তর-পূর্ব কোণ। এই ঈশান কোনটি খুবই পবিত্র, যার অধিষ্ঠাত্রী দেবতা হলেন বৃহস্পতি। ফলে এই দিকটি পুজোর জন্য একেবারে উপযুক্ত স্থান। ঈশান কোণে পূজার স্থান নির্বাচন যথাযথ হলে সংসারে সুখ শান্তি আসে মানসিক দিক ভালো থাকে এবং ধর্মেও উন্নতি হয়। এ ছাড়াও পূর্ব দিকে বা উত্তর দিকেও করা যেতে পারে ঠাকুর ঘর। বেডরুম বা শোওয়ার ঘরে ঠাকুর রাখা একদম ঠিক নয়। তবে জায়গা একান্তই না থাকলে শোওয়ার ঘরে ঠাকুর রাখলেও রাতে সেই জায়গায় পর্দা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন- এই ছয় রাশির ছেলে-মেয়েরা অনেকেই সাইকোপ্যাথ হন, কুকর্মে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে

ঠাকুরঘরের উপরে বা নিচে বা পাশে কখনই টয়লেট বা বাথরুম তৈরি করা যাবে না। কোনওরকম অদরকারী জিনিস ঠাকুরঘরে রাখা মোটেই শুভ নয়। আমাদের প্রত্যেকের বাড়িতে বাস্তু পুরুষের অস্তিত্ব আছে ধরা হয়। এই বাস্তু পুরুষের মাথা আছে উত্তর-পূর্ব কোণে, শাস্ত্র এমনটাই বলে। আর মানুষ হিসেবে আমাদের মাথাও যদি ইতিবাচক চিন্তায় ভরে না থাকে তাহলে আমরা জীবনে ভালো কিছু করতে পারি না। ঠিক একইভাবে বাস্তু পুরুষের মস্তিষ্ক যে দিকে অর্থাৎ যে উত্তর-পূর্ব দিকে সেই দিকটাও সবচেয়ে বেশি পজিটিভ রাখা উচিত। আর আমরা কেউই বা না জানি যে ঠাকুরের স্থান ছাড়া সবচেয়ে পজিটিভ আর শক্তিশালী স্থান আর কিছুই নয়। তাই বাড়ির উত্তর-পূর্ব কোণ হতে হবে ঠাকুরের স্থান।

আরও পড়ুন- ন্যাড়া পোড়ার সময় নবদম্পতিরা মেনে চলুন এই বিষয়গুলি, কখনোই করবেন না এই ভুলগুলো

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)