Astrology News: অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, দেখে নিন

Published : Dec 05, 2021, 09:24 AM IST
Astrology News: অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বাংলা বছরের দ্বাদশ মাস অগ্রহায়ণ। কেমন কাটবে এই মাস! পাশাপাশি রাশিচক্রের দ্বাদশ রাশি মীন। জেনে নিন অগ্রহায়ণ মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে।  

অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা সনের দ্বাদশএবং শকাব্দের দ্বাদশ মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে। এখন এটি বাংলা সালের দ্বাদশমাস। কিন্তু এক সময় অগ্রহায়ণ ছিল বছরের দ্বাদশমাস। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি (ধান) উৎপন্ন হয়। অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের দ্বাদশমাস ধরা হত। জেনে নেওয়া যাক বছরের দ্বাদশ মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
রাশি চক্রের দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। প্রেমের ক্ষেত্রে অসফল কিন্তু বৈবাহিক জীবন সুখের হয়। স্বভাবে এরা নম্র, ন্যায়পরায়ণ ও ধার্মিক। প্রতিভা যথেষ্ট কিন্তু মানসিক অস্থিরতার জন্য ঠিকমতো বিকশিত হয় না। এই রাশির জাতক জাতিকারা উদার, পরোপকারী ও সৎ হয়। এদের জীবনে একটাই লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। আর সেই অর্থে আনন্দে জীবন কাটানো। এরা সাধারণত চিন্তাশীল ও খুব বিচক্ষণ হয়ে থাকে। কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে অবস্থা বিপরীত হয়। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনে অনেক বার বিপদে পড়তে হয়। ভাগ্যে অনেক বাধা আসবে এবং সে সব সহজে দূর হবে না। বন্ধুদের বেশির ভাগই হয় খল, দুষ্ট ও ধড়িবাজ প্রকৃতির। তবে জেনে নেওয়া যাক এই মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

অগ্রহায়ণ মাসে মীন রাশির ব্যবাসয় লাভের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ রয়েছে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে। এই মাসে উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। এই মাসে সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। অপরের প্রতি বিরোধী মনোভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিষয়ে ব্যকুলতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। 

আরও পড়ুন- ২০২২ সালে এই রাশিগুলির নিজস্ব বাড়ি থাকবে, জেনে নিন আপনার ভাগ্য কি বলছে

আরও পড়ুন- মহাভারতের মহাযুদ্ধের পর কেন অর্জুনের রথ পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, জেনে নিন অজানা গল্প

আরও পড়ুন- এই ৩ রাশির মানুষ খুব সহজেই রেগে যায়, দেখে নিন তারা কারা

আরও পড়ুন- ২০২২ সালে ৮ রাশির উপর থাকবে শনির কু-নজর, জেনে নিন সেই তালিকা

আরও পড়ুন- ডিসেম্বর মাস থেকেই এই ৩ রাশির হাতে আসবে প্রচুর টাকা, বাড়বে ধন-সম্পদও

PREV
click me!

Recommended Stories

Money Horoscope: আজ লক্ষ্মীলাভের প্রবল সম্ভাবনা রয়েছে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
২০২৬ সালে ১২ নয় ১৩টি পূর্ণিমা, তারিখগুলি জানুন