অযাচিত সমস্যা পিছু ছাড়ছে না, ঠাকুরঘরে এই ভুল হয়নি তো

  • মানব জীবনে কর্মফল অনুযায়ী ব্যক্তি তাঁর জীবন ভোগ করেন
  • সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে মেনে চলা উচিত ঠাকুর ঘরের কিছু নিয়ম
  • প্রত্যেকের বাড়িতেই ঠাকুরঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ 
  • এই ঠাকুর ঘরেরও কয়েকটি নিয়ম আছে

Asianet News Bangla | Published : Jun 30, 2020 5:46 AM IST

প্রত্যেকের বাড়িতেই ঠাকুরঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ছোটখাটো সমস্যা কাটিয়ে সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে মেনে চলা উচিত ঠাকুর ঘরের কিছু নিয়ম। মানব জীবনে কর্মফল অনুযায়ী ব্যক্তি তাঁর জীবন ভোগ করেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আর্থিক কোনও সমস্যা না থাকা সত্ত্বেও অনেকেই অযাচিত কিছু সমস্যায় বার বার জড়িয়ে পরেন। যার ফলে দুর্বিসহ হয়ে ওঠে জীবন যাপন। 

তাই সেই সকল সমস্যা কাটিয়ে উঠতে আমাদের ঠাকুরঘরে কয়েকটি নিয়ম মেনে চলা উচিৎ। ঠাকুর ঘরে অনেক সময়েই আমরা ঠাকুরের ছবি বা প্রতিকৃত রাখতে গিয়ে অজান্তেই কিছু ভুল করে ফেলি। শাস্ত্র মতে, এমন কিছু ঠাকুরের ছবি আছে যেগুলি পাশাপাশি রাখলে হতে পারে সমস্যা। তাই সেই সকল দোষ কাটিয়ে উঠতে জেনে নিন ঠাকুর ঘরের সেই ভুলগুলি-

বাড়িতে আলাদা করে ঠাকুর ঘর রাখার চেষ্টা করুন।
ঠাকুর ঘর কখনই তালা বন্ধ করে রাখবেন না।
ঠাকুর ঘর সব সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 
রান্নাঘরের বিপরীতে বা রান্নাঘরের কাছাকাছি যেন ঠাকুরঘর না হয়।
শিবলিঙ্গ রাখলে তাঁকে নিয়মিত নিয়ম মেনে পুজো করা উচিত। না হলে ঘরে অশান্তি তৈরি হয়।
যে ভগবানের সৃষ্টি সবার পূর্বে তাঁর মূর্তি সবার উপরে রাখুন।
বাথরুমের সামনে বা কাছাকাছি যেন ঠাকুরঘর না থাকে। 
একই ঘরে ঠাকুরের তিনটি মূর্তি রাখা উচিত নয়। 

Share this article
click me!