বিবাহিত নারীরা স্নানের সময় এই তিনটি টোটকা পালন করুন, সংসারে উন্নতি হবে

Published : May 24, 2022, 05:32 PM IST
বিবাহিত নারীরা স্নানের সময় এই তিনটি টোটকা পালন করুন, সংসারে উন্নতি হবে

সংক্ষিপ্ত

বিয়ের পর নিজের আগের জীবনের সকল সুখ-স্বাচ্ছন্দ্য- অভ্যসে ভুলে শ্বশুর বাড়ির মতো নিজেকে গড়ে নেন। কিন্তু, সব ক্ষেত্রে তারা যে এই ত্যাগের দাম পান এমন নয়। তা সত্ত্বেও, সংসার সুখের করতে তারা প্রতি মুহূর্তে প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন। আজ টিপস রইল কিছু বিশেষ টোটকা। বিবাহিত মেয়েরা স্নানের সময় এই টোটকা পালন করুন। এতে সংসারের উন্নতি হবে। 

কথাতেই আছে সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার সুখকের করতে একাধিক ত্যাগ করে থাকেন মেয়েরা। বিয়ের পর নিজের আগের জীবনের সকল সুখ-স্বাচ্ছন্দ্য- অভ্যসে ভুলে শ্বশুর বাড়ির মতো নিজেকে গড়ে নেন। কিন্তু, সব ক্ষেত্রে তারা যে এই ত্যাগের দাম পান এমন নয়। তা সত্ত্বেও, সংসার সুখের করতে তারা প্রতি মুহূর্তে প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন। আজ টিপস রইল কিছু বিশেষ টোটকা। বিবাহিত মেয়েরা স্নানের সময় এই টোটকা পালন করুন। এতে সংসারের উন্নতি হবে। 

শাস্ত্র মতে, স্নান শুরুর আগে মুখে জল ভরে রাখুন। স্নান শেষ হলে সেই জল ফেলে দেবেন। এতে আপনার সংসার সুখ-শান্তিতে ভরে উঠবে।

জ্যোতিষ টোটকা অনুসারে, ভুলেও মঙ্গল ও বৃহস্পতি শ্যাম্পু করবেন না। এতে সংসারে অমঙ্গল দেখা দিতে পারে। শাস্ত্র মতে, এই টোটকা মানে চলে সব কাজে সফল হবেন। এই টোটকা বেশ উপকারী। 

শাস্ত্র মতে সংসারে শান্তি বজায় রাখতে চাইলে বিবাহিত মেয়েরা ভুলে বৃহস্পতিবার মাথায় জল দেবেন না। সপ্তাহে এই একটা দিন চুলে জল না দেওয়াই ভালো। এতে পরিবারে উন্নতি ঘটবে। এবার থেকে প্রতি সপ্তাহে মেনে চলুন এই টোটকা। 

বৈদিক জ্যোতিষ শাস্ত্র ১২ টি রাশির উল্লেখ আছে। এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। প্রতি মুহূর্তে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে চলেছেন। এর প্রভাব পড়ছে আমাদের জীবনে। এর প্রভাবে ভালো ও খারাপ সময় শুরু হয়। তবে, শাস্ত্রে শুধু সমস্যা নয়, সমস্যার সমাধানের কথাও বলা আছে। শাস্ত্র আছে একাধিক টোটকার হদিশ। আমাদের ভবিষ্যত সুখের হবে নাকি ধেয়ে আসবে কোনও বিপদ, তা জানতে সকলেই দ্বারস্থ হই জ্যোতিষ শাস্ত্রে। শাস্ত্রে রয়েছে সকল প্রশ্নের উত্তর। গণনা অনুসারে, মানুষের ভুত, ভবিষ্যত ও বর্তমান প্রসঙ্গে ধারণা করা যায়। তেমনই কোন কোন কাজ করা ভালো কী নয়, তার উল্লেখ আছে। শাস্ত্র মতে, এই সকল খারাপ সময় থেকে বের হওয়া সম্ভব। এর জন্য মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। আজ টোটকা রইল মেয়েদের জন্য। স্নানের সময় এই টোটকা পালনে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। সংসারে সকল সুখ শান্তি বজায় থাকবে। দূর হবে পারিবারিক অশান্তি। এমনকী, আর্থিক জটিলতা থাকেও মুক্তি পেতে পারেন। 

আরও পড়ুন- চাণক্য নীতি- এই ছটি কষ্ট মানুষের জীবনের সবথেকে বড় দুঃখের কারণ

আরও পড়ুন- রইল চার রাশির হদিশ, এদের মুখে সব সময় লেগে আছে নেচিবাচক কথা, চিনে নিন এদের

আরও পড়ুন- রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রথম সন্তান হবে এই বছরে, জেনে নিন কি বলছে ভবিষ্যদ্বাণী

 

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল