কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয় ভূত চতুর্দশী, দেখে নিন কবে পড়েছে তিথি

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পুজিত হন মা কালী। তার ঠিক আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। তিথি অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালিত হয়। দেখে নিন এবছর করে পালিত হবে ভূত চতুর্দশী।

আর কদিন পরই আলোর উৎসব। সর্বত্র পালিত হবে ধনতেরাস দিয়ে শুরু হবে মায়ের আরাধনা। কালীপুজোর আগের দিন চোদ্দ শাক খাওয়া ও চোদ্দ প্রদীপ দেওয়ার রীতি বহু যুগ ধরে প্রচলিত। বাঙালি ঘরে এই দিন পালিত হয় ভূত চতুর্দশী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পুজিত হন মা কালী। তার ঠিক আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। তিথি অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালিত হয়। দেখে নিন এবছর করে পালিত হবে ভূত চতুর্দশী।

শাস্ত্র মতে, এবছর কালীপুজো পড়েছে ২৪ অক্টোবর। আর ভূত চতুর্দশী পালিত হবে সেই দিন অর্থাৎ ২৪ অক্টোবর।  হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪ মিনিটে শুরু হবে। শেষ হবে ২৪ অক্টোবর বিকেল ৫টা ২৮ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে, নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী পালিত হবে ২৪ অক্টোবর।  

Latest Videos

প্রতি বছর দীপাবলির আগের দিন ধনতেরাস ও ধনতেরাসে পরের দিন ভূত চতুর্দশী পালিত হয়। এই তিথিকে ছোট দীপাবলী, রূপা চতুর্থী বা নরক চতুর্থীও বলা হয়। এই দিন যমরাজ ও কৃষ্ণের পুজো করা হয়। এতে অকাল মৃত্যুর ভয় থেকে মেলে মুক্তি। প্রতি বছর কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালিত হলেও বছর রয়েছে তিথি গোলযোগের কারণে এবার একই দিনে পালিত হবে ভূত চতুর্দশী ও কালীপুজো। 

এই দিন সব বাঙালি বাড়িতে চোদ্দ শাক খাওয়ার রীতি আছে। এই দিন ওল, কেও, বেতো, সর্ষে, কালকাসুন্দে, জয়ন্তী, নিম, হিঞ্চে, শালিঞ্চা, গুলঞ্চ, পলতা, ভাঁটপাতা, শুলফা, শুষনী শাক খাওয়া হয়। আবার আয়ুর্বেদ মতে, ১৪ শাক বলতে রয়েছে ভিন্ন কয়টি শাকের উল্লেখ। আয়ুর্বেদ অনুসারে, পালং, লাল, সুষণি, কুমড়ো, পাট, মেথি, ধনে, পুঁইষ নোটে, মূলো, কলমি, গিমে, সরষে, লাউ-এর উল্লেখ আছে। 

আবার এবার ২৩ অক্টোবর পালিত হবে ধনতেরাস। ধনতেরাসের পুজোর তারিখ- ২৩ অক্টোবর, রবিবার। শুভ সময় ২৩ অক্টোবর বিকেল ৪.৪৮ থেকে সন্ধ্যা ৬.০৩ পর্যন্ত। বৃষভ কালের সময় শুরু হবে সন্ধ্যা ৬.০৩ থেকে রাত ৮টা পর্যন্ত। ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর ২০২২ তারখি সন্ধ্যা ৬.০২ থেকে শেষ হবে ২৩ অক্টোবর ২০২২ সন্ধ্যা ৬.০৩ পর্যন্ত।   
     



আরও পড়ুন- ধনতেরাসের দিন প্রদীপ জ্বালাতে মেনে চলুন এই বিশেষ নিয়ম, দূর হবে অকাল মৃত্যুর ভয়

আরও পড়ুন- তুলা রাশির পুরুষের মধ্যে এমন চার পরিবর্তন দেখা দিলে সতর্ক হন, প্রেমের পড়লে হয় এমনটা

আরও পড়ুন- ফ্যাশনেবল তকম পান এই চার রাশি, এদের style statements সকলের নজর কাড়ে

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি