সংক্ষিপ্ত
ধনতেরাস দিয়ে শুরু হয় দীপাবলির উৎসব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস উৎসব। এই দিন ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়ে থাকে। এই দিন যমরাজেরও পুজো করা হয়। এই দিন যমরাজের আরাধনা করতে অকাল মৃত্যুর রোধ করা যায়। এমনই ধারণা প্রচলিত।
দীপাবলির আর মাত্র কয়েকদিন বাকি। ধনতেরাস দিয়ে শুরু হয় দীপাবলির উৎসব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস উৎসব। এই দিন ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়ে থাকে। এই দিন যমরাজেরও পুজো করা হয়। এই দিন যমরাজের আরাধনা করতে অকাল মৃত্যুর রোধ করা যায়। এমনই ধারণা প্রচলিত। সঙ্গে এই দিন ইয়ানের দেবতার উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে।
ধনতেরাসের দিন প্রদীপ জ্বালাতে মেনে চলুন এই বিশেষ নিয়ম। এই দিন বাড়ির ভিতরে শুধুমাত্রা ১৩ টি প্রদীপ জ্বালাবেন। সঙ্গে রাতে ঘুমানোর সময় মূল প্রদীপ জ্বালাবেন। ঘরের বাইরে দক্ষিণ দিকে মুখ করে এই প্রদীপ জ্বালান। শাস্ত্র মতে, দক্ষিণ দিকটি যম দেবতার দিক। এই দিন ঘরে প্রদীপ জ্বালালে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে।
এই প্রদীপ প্রজ্জ্বলন নিয়ে রয়েছে এক কাহিনি। প্রচলিত আছে হিম রাজার কাহিনি। রাজা তাঁর ছেলের কোষ্টি বিচার করে জানতে পারেন সে ১৬ বছর বয়সে মৃত্যু বরণ করবে। এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির সন্ধান শুরু করেন রাজা। সে সময় এক জ্যোতিষী তাঁকে বিধান দেন, কোনও ভাগ্যবান রাশির অধিকারী মেয়ের সঙ্গে তাঁর ছেলের বিয়ে দিলে সে প্রাণে বেঁচে যেতে পারে। সেই অনুসারে রাজা তাঁর ছেলের বিয়ে দেন। ছেলেটির যেদিন ১৬ বছর বয়স হয়, সেদিন যমরাজ সাপের বেশে তাঁকে নিতে আসে। সেই দিন, তাঁর স্ত্রী নিজের সমস্ত গয়না দিয়ে ঘর সাজিয়ে রাখেন ও চারিদিকে প্রদীপ জ্বালান। এতে যমরাজ তাঁর কক্ষে প্রবেশে বাধা পায়। ফলে প্রাণে বেঁচে যায় সে। এই কারণে ধনতেরাসের দিন চারিদিকে প্রদীপ জ্বালানো হয়। এতে স্বামীর আয়ু বৃদ্ধি পায় বলে মনে করা হয়। সেকারণে প্রতি বাড়িতে এই দিন প্রদীপ জ্বালানো হয়ে থাকে। এতে সংসারের মঙ্গল হয়।
শাস্ত্র মতে, এবছর ধনতেরাস পুজো হবে ২৩ অক্টোবর। ধনতেরাসের শুভ সময় বিকেল ৫.৪৪ থেকে সন্ধ্যা ৬.০৫ পর্যন্ত হবে। এই শুভ সময় ২১ মিনিট স্থায়ী হবে। বৃষভ কালের সময় শুরু হবে সন্ধ্যা ৬.৫৮ থেকে রাত ৮.৫৪ পর্যন্ত। প্রদোষ কালের সময় বিকাল ৫.৪৪ থেকে রাত ৮.১৬ পর্যন্ত। এভাবে ধনতেরাসের দিন প্রদীপ জ্বালাতে মেনে চলুন এই বিশেষ নিয়ম, দূর হবে অকাল মৃত্যুর ভয়।
আরও পড়ুন- তুলা রাশির পুরুষের মধ্যে এমন চার পরিবর্তন দেখা দিলে সতর্ক হন, প্রেমের পড়লে হয় এমনটা
আরও পড়ুন- ফ্যাশনেবল তকম পান এই চার রাশি, এদের style statements সকলের নজর কাড়ে
আরও পড়ুন- এই চার রাশির জন্য প্রেমের ক্ষেত্রে দিনটি কঠিন, এক ঝলকে দেখে নিন আজকের প্রেমের রাশিফল