খাটে বসে খাবার খাওয়ার অভ্যেস ডেকে আনছে অমঙ্গল, জেনে নিন এই ভুলে কী কী ক্ষতি হতে পারে

Published : Feb 07, 2022, 05:21 PM ISTUpdated : Feb 07, 2022, 05:28 PM IST
খাটে বসে খাবার খাওয়ার অভ্যেস ডেকে আনছে অমঙ্গল, জেনে নিন এই ভুলে কী কী ক্ষতি হতে পারে

সংক্ষিপ্ত

বাস্তু ভুলে পরিবারে নেমে আসতে পারে অশান্তি। আর এই বাস্তু দোষ (Vastu Dosh) হতে পারে আমাদের ভুলেই। জেনে নিন কী করলে এমন অমঙ্গল নেমে আসতে পারে। খাটে বসে খাবার খাওয়ার অভ্যেস আছে অনেকের। বাচ্চা কিংবা বড়, অনেকেই খাটে বসে খাবার খান। চা খাওয়া কিংবা জল খাবার খেয়েই থাকেন খাটে বসে। এই অভ্যেস (Habits) থেকে হতে পারে অমঙ্গল। 

দীর্ঘদিন ধরে প্রচেষ্টার পরও চাকরি (Job) মিলছে না ছেলের। অন্যদিকে, পরিবারের সকল সদস্য প্রায়শই অসুস্থতায় ভুগছেন। চিকিৎসার জন্য প্রতি মাসে খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা। এই সবের কারণ হতে পারে বাস্তু ভুলে। বাস্তু ভুলে পরিবারে নেমে আসতে পারে অশান্তি। আর এই বাস্তু দোষ (Vastu Dosh) হতে পারে আমাদের ভুলেই। জেনে নিন কী করলে এমন অমঙ্গল নেমে আসতে পারে। 

খাটে বসে খাবার খাওয়ার অভ্যেস আছে অনেকের। বাচ্চা কিংবা বড়, অনেকেই খাটে বসে খাবার খান। চা খাওয়া কিংবা জল খাবার খেয়েই থাকেন খাটে বসে। এই অভ্যেস (Habits) থেকে হতে পারে অমঙ্গল। তাই আজই বদল করুন এমন অভ্যেস। বাস্তু মতে, আর্থিক সমস্যায় পড়তে পারেন খাটে বসে খাওয়ার অভ্যেস থেকে। উন্নতির পথে বাধা আসে পারে এই বাস্তু ভুলে। খাটে বসে খাবার অভ্যেস থাকলে তার থেকে তৈরি হয় নেগেটিভ এনার্জি (Negative Energy)। যা ডেকে আনে এই অমঙ্গল। 

বাস্তু শাস্ত্রের অর্থ শুধু ঘরের দিক নির্দেশ নয়। ঘরের একটি সূচ থেকে দেওয়াল চিত্র সবই পরে এই বাস্তু শাস্ত্রের মধ্যে। ঘরের কোন দিকে জলের ট্যাঙ্ক রাখলেন, কোন কোণায় রাখলেন বিদ্যুৎ উৎপাদনকারী গ্যাজেট- এই সবই বাস্তুর মধ্যে পড়ে। ভুল দিকে এই সব জিনিস রাখলে ঘরে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা সংসারে অমঙ্গল ডেকে আনে। তেমনই আমাদের দোষে তৈরি হয় অমঙ্গল। 

পরিবারে সকলের মধ্যে শান্তি বজায় রাখতে, আর্থিক ক্ষতি থেকে বাঁচতে নিজের অভ্যেস বদল করুন। খটে বসে যেমন খাবার খাবেন না। তেমনই, বদল করুন আরও কয়টি স্বভাব। এর মধ্যে একটি হল খাটের তলায় জুতো রাখা। অনেকের বাড়িতেই খাটের তলায় বাক্স বন্দী করে জুতো থাকে। এই অভ্যেস থেকে হতে পারে বাস্তু দোষ। খাটের তলায় জুতো রাখবেন না। তেমনই বাড়ির প্রবেশ দ্বারের সামনে জুতো রাখবেন না। এতে আর্থিক ক্ষতি হয়। মা লক্ষ্মী প্রবেশে বাধা পায় এমন ভুলে। তেমনই ঘরে সঠিক দিকে রাখুন ডাস্টবিন। বাড়ির উত্তর পূর্ব দিকে ডাস্টবিন (Dustbin) রাখা উচিত নয়। এতে তৈরি হতে পারে বাস্তুদোষ। অমঙ্গল দেখা দিতে পারে আপনার সংসারে। তাই সঠিক দিকে ডাস্টবিন রাখুন। আর ভুলেও ভাঙা বালতি বা ভাঙা পাত্র ডাস্টবিন হিসেবে ব্যবহার করবেন না।  
আরও পড়ুন: Sun Transit 2022: রাশি পরিবর্তন করবে সূর্য, এই ৪ রাশির হাতে আসতে পারে প্রচুর টাকা, বাড়বে সম্পত্তি

আরও পড়ুন: Vastu tips for slippers: ঘরে চপ্পল উল্টো হয়ে থাকলে তা মারাত্মক অশুভ, জেনে নিন বাস্তুর নিয়মগুলি

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল