খাটে বসে খাবার খাওয়ার অভ্যেস ডেকে আনছে অমঙ্গল, জেনে নিন এই ভুলে কী কী ক্ষতি হতে পারে

বাস্তু ভুলে পরিবারে নেমে আসতে পারে অশান্তি। আর এই বাস্তু দোষ (Vastu Dosh) হতে পারে আমাদের ভুলেই। জেনে নিন কী করলে এমন অমঙ্গল নেমে আসতে পারে। খাটে বসে খাবার খাওয়ার অভ্যেস আছে অনেকের। বাচ্চা কিংবা বড়, অনেকেই খাটে বসে খাবার খান। চা খাওয়া কিংবা জল খাবার খেয়েই থাকেন খাটে বসে। এই অভ্যেস (Habits) থেকে হতে পারে অমঙ্গল। 

দীর্ঘদিন ধরে প্রচেষ্টার পরও চাকরি (Job) মিলছে না ছেলের। অন্যদিকে, পরিবারের সকল সদস্য প্রায়শই অসুস্থতায় ভুগছেন। চিকিৎসার জন্য প্রতি মাসে খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা। এই সবের কারণ হতে পারে বাস্তু ভুলে। বাস্তু ভুলে পরিবারে নেমে আসতে পারে অশান্তি। আর এই বাস্তু দোষ (Vastu Dosh) হতে পারে আমাদের ভুলেই। জেনে নিন কী করলে এমন অমঙ্গল নেমে আসতে পারে। 

খাটে বসে খাবার খাওয়ার অভ্যেস আছে অনেকের। বাচ্চা কিংবা বড়, অনেকেই খাটে বসে খাবার খান। চা খাওয়া কিংবা জল খাবার খেয়েই থাকেন খাটে বসে। এই অভ্যেস (Habits) থেকে হতে পারে অমঙ্গল। তাই আজই বদল করুন এমন অভ্যেস। বাস্তু মতে, আর্থিক সমস্যায় পড়তে পারেন খাটে বসে খাওয়ার অভ্যেস থেকে। উন্নতির পথে বাধা আসে পারে এই বাস্তু ভুলে। খাটে বসে খাবার অভ্যেস থাকলে তার থেকে তৈরি হয় নেগেটিভ এনার্জি (Negative Energy)। যা ডেকে আনে এই অমঙ্গল। 

বাস্তু শাস্ত্রের অর্থ শুধু ঘরের দিক নির্দেশ নয়। ঘরের একটি সূচ থেকে দেওয়াল চিত্র সবই পরে এই বাস্তু শাস্ত্রের মধ্যে। ঘরের কোন দিকে জলের ট্যাঙ্ক রাখলেন, কোন কোণায় রাখলেন বিদ্যুৎ উৎপাদনকারী গ্যাজেট- এই সবই বাস্তুর মধ্যে পড়ে। ভুল দিকে এই সব জিনিস রাখলে ঘরে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা সংসারে অমঙ্গল ডেকে আনে। তেমনই আমাদের দোষে তৈরি হয় অমঙ্গল। 

পরিবারে সকলের মধ্যে শান্তি বজায় রাখতে, আর্থিক ক্ষতি থেকে বাঁচতে নিজের অভ্যেস বদল করুন। খটে বসে যেমন খাবার খাবেন না। তেমনই, বদল করুন আরও কয়টি স্বভাব। এর মধ্যে একটি হল খাটের তলায় জুতো রাখা। অনেকের বাড়িতেই খাটের তলায় বাক্স বন্দী করে জুতো থাকে। এই অভ্যেস থেকে হতে পারে বাস্তু দোষ। খাটের তলায় জুতো রাখবেন না। তেমনই বাড়ির প্রবেশ দ্বারের সামনে জুতো রাখবেন না। এতে আর্থিক ক্ষতি হয়। মা লক্ষ্মী প্রবেশে বাধা পায় এমন ভুলে। তেমনই ঘরে সঠিক দিকে রাখুন ডাস্টবিন। বাড়ির উত্তর পূর্ব দিকে ডাস্টবিন (Dustbin) রাখা উচিত নয়। এতে তৈরি হতে পারে বাস্তুদোষ। অমঙ্গল দেখা দিতে পারে আপনার সংসারে। তাই সঠিক দিকে ডাস্টবিন রাখুন। আর ভুলেও ভাঙা বালতি বা ভাঙা পাত্র ডাস্টবিন হিসেবে ব্যবহার করবেন না।  
আরও পড়ুন: Sun Transit 2022: রাশি পরিবর্তন করবে সূর্য, এই ৪ রাশির হাতে আসতে পারে প্রচুর টাকা, বাড়বে সম্পত্তি

আরও পড়ুন: Vastu tips for slippers: ঘরে চপ্পল উল্টো হয়ে থাকলে তা মারাত্মক অশুভ, জেনে নিন বাস্তুর নিয়মগুলি

Latest Videos

Share this article
click me!

Latest Videos

এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh