স্বাস্থ্য় হোক বা প্রেম, কেমন যাবে আজকের দিন জানুন রাশি মিলিয়ে

swaralipi dasgupta |  
Published : Apr 30, 2019, 11:55 AM IST
স্বাস্থ্য় হোক বা প্রেম, কেমন যাবে আজকের দিন জানুন রাশি মিলিয়ে

সংক্ষিপ্ত

স্বাস্থ্য়, অর্থ বা প্রেম এই তিন বিষয়ে ওঠাপড়া লেগেই থাকে। তবে কয়েক ধাপ এগিয়ে থাকা যায় যদি জানা যায় যে আজকের দিন কেমন হতে চলেছে। তাই রাশি মিলিয়ে জেনে নিন কেমন যাবে আজকের দিন। 

মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)- কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে আজ। আর্থিক বিনিয়োগ করতে পারেন। প্রেমে সাফল্য। শরীর সুস্থ থাকবে। 

 

বৃষ(২১ এপ্রিল-২১ মে)-  চাকুরি ক্ষেত্রে সুবিধা পাবেন। আর্থিক চাপ থাকবে আজ। প্রেমে কোনও বাধা নেই। 

 

মিথুন(২২ মে- ২১ জুন)- প্রেমে আজ সমস্যা হবে। অহেতুক ব্য়য় করবেন না আজ। শরীর নিয়ে সমস্যা হবে।

 

কর্কট(২২জুন-২২জুলাই)-   সর্দিকাশির সমস্যা ভুগবেন। আজ প্রেমে বুঝে সিদ্ধান্ত নিন। তবে বিনিয়োগ করার ক্ষেত্রে শুভ দিন। 

 

সিংহ(২৩ জুলাই-২৩ অগস্ট)- চাকরির জন্য এই দিন শুভ। প্রেমের ক্ষেত্রেও ভাল দিন। কিন্তু আজ কোনও বিষয় নিয়ে মাথা গরম না করাই ভাল। 

 

কন্যা(২৪ অগস্ট-২২ সেপ্টেম্বর)- চাকুরি ক্ষেত্রে সমস্যা হতে পারে। উপার্জন ভাগ্য ঠিক থাকবে। প্রেমে সমস্যা হতে পারে। 

 

তুলা(২৩ সেপ্টেম্বর- ২৩ অক্টোবর)-  প্রেমের ক্ষেত্রে আজ অস্থিরতা থাকতে পারে। শরীর নিয়েও সমস্যা হবে। অর্থ নষ্টও হতে পারে। 

 

বৃশ্চিক(২৪ অক্টোবর- ২২ নভেম্বর)- চাকুরি ক্ষেত্রে ব্যস্ততায় দিন কাটবে। ব্যবসায় সাফল্য। প্রেমে মানসিক কষ্ট থাকবে। শরীর ঠিক থাকবে. 

 

ধনু(২৩ নভেম্বর- ২১ ডিসেম্বর)- প্রেমে আজ মতবিরোধ হবে। শরীর ভাল থাকবে। চাকরি সূত্রে ভ্রমণের যোগ আসতে পারে। 

 

মকর(২২ ডিসেম্বর- ২০ জানুয়ারি)- প্রেমে খুব বুঝে সিদ্ধান্ত নিন। পেটের সমস্যা আজ ভুগবেন। 

 

কুম্ভ(২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি)- চাকরিতে সমস্যা হতে পারে। প্রেমেও আজ বেশ সমস্যা হতে পারে। শরীর ভাল থাকবে। 

 

মীন(১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ)- প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে। তবে তা বেশিদূর এগোবে না। শরীর ভালই থাকবে। 

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল