স্বাস্থ্য হোক বা প্রেম, কেমন যাবে আজকের দিন

অর্থ, স্বাস্থ্য বা প্রেম প্রতিটি জীবনের গুরুকত্বপূর্ণ অংশ। কেমন যাবে আজকের দিন, রাশি মিলিয়ে জানুন কেমন যাবে আজকের দিন। 

swaralipi dasgupta | Published : May 1, 2019 12:58 PM IST

মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)- আজ মাথা ঠান্ডা থাকবে। মেডিটেশন করুন আজ। কোনও ব্যাপারে ভিতর থেকে হতাশ রয়েছেন।

বৃষ(২১ এপ্রিল-২১ মে)- ব্যবসা সংক্রান্ত দেওয়া নেওয়ায় উন্নতি হবে। তবে দুপুরের পর থেকে ধীরে সমস্ত কিছু এগোবে। সম্পর্কের ব্যপারেও উন্নতির যোগ রয়েছে।

Latest Videos

মিথুন(২২ মে- ২১ জুন)- কাজের ব্যাপারে আজ মস্তিষ্ক সক্রিয় থাকবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে।

কর্কট(২২জুন-২২জুলাই)- কাজের ক্ষেত্রে নতুন কোনও প্রজেক্ট শুরু করতে পারেন। যারা ছাত্র, তারা কোনও ভেদাভেদের বিরুদ্ধে সরব হবেন।  

সিংহ(২৩ জুলাই-২৩ অগস্ট)- পরিবারের সঙ্গে সময় কাটবে। আজ যদি কোনও সম্পর্কের শুরু হয়,তা হলে তা দীর্ঘস্থায়ী হবে।

কন্যা(২৪ অগস্ট-২২ সেপ্টেম্বর)- কর্মজীবনে উন্নতি করার জন্য আজকের দিনটি উপযুক্ত। পরিবারও আজ পাশে থাকবে। 

তুলা(২৩ সেপ্টেম্বর- ২৩ অক্টোবর)- আজ বড় সিদ্ধান্ত নেওয়ার দিন। কোনও কাজ করবেন কি না তা আজই সিদ্ধান্ত নিন। এছাড়াও প্রিয়জনদের সঙ্গে ভাল সময় কাটবে।

বৃশ্চিক(২৪ অক্টোবর- ২২ নভেম্বর)- আজ জীবনে বেশ কিছু বদল আসবে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে।

ধনু(২৩ নভেম্বর- ২১ ডিসেম্বর)- সহকর্মীরা প্রশংসা করবেন। আজ অর্থাগম হবে।

মকর(২২ ডিসেম্বর- ২০ জানুয়ারি)- আজ সকাল থেকেই মেজাজ খুব ভাল থাকবে। সারাদিন অনেক কাজ করবেন। আত্মবিশ্বাস বাড়বে।

কুম্ভ(২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি)- অফিসে নতুন কাজের দায়িত্ব বাড়বে। কাজের চাপ সব মিলিয়ে বাড়বে। 

মীন(১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ)- যে সাফল্যের জন্য অপেক্ষা করছিলেন,তা আজ আসবে। সমস্ত দিক থেকেই আজ ভাল দিন। 

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে