ধনসম্পত্তি বৃদ্ধি হবে মাছের গুণে, ঘর সাজান পেতল বা রূপোর মাছ দিয়ে

পিতল বা রূপোর জিনিস দিয়েও অনেকে ঘর সাজান। এবার কিনুন পেতল বা রূপোর মাছ (Fish)। মাছকে সুখ-সমৃদ্ধি ও ধন সম্পত্তির প্রতীক (Symbol) মনে করা হয়। ঘরের পূর্ব বা উত্তর পূর্ব দিকে পেতল বা রূপোর মাছ রাখুন। এই দিকে পেতল বা রূপোর মাছ রাখা শুভ বলে মনে করা হয়। এতে ঘরে সুখ ও শান্তি বজায় থাকে। সঙ্গে ধন বৃদ্ধি ঘটে। 

ধন সম্পত্তি বৃদ্ধি হোক তা সকলেরই কাম্য। এই উদ্দেশ্যে কঠিন পরিশ্রম (Hard Work) করে থাকেন অনেকে। আর্থিক বৃদ্ধি ও সঞ্চয়ের জন্য চলে হিসেব নিকেশ। কিন্তু, সবেতে যে অর্থ রক্ষা করা সম্ভব হয় এমন নয়। আর্থিক বৃদ্ধি করতে এবার মেনে চলুন বাস্তু টোটকা। 

জ্যোতিষ শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হল বাস্তু। বাস্তু শাস্ত্রে (Vastu Shastra) বর্ণিত আছে কোন ক্ষেত্রে কী করা উচিত। শাস্ত্রে রয়েছে কয়টি টোটকার কথা। রয়েছে কয়টি জিনিসের কথাও। যে টোটকা মেনে চললে কিংবা যে জিনিসগুলো ঘরে রাখলে সকল সংকট থেকে মুক্তি পেতে পারেন। 

মানুষের জীবনের সংকট বলে কয়ে আসে না। হাজার চেষ্টা করে, সতর্ক থেকেও অনেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। নানা কারণে জলের মতো অর্থ ব্যয় হয়। পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি দেখা দেয়। এই সব থেকে মুক্তি পেতে মেনে চলুন বাস্তু টোটকা। 

শাস্ত্র মতে, বাড়িতে রাখতে পারেন মাছ। ঘর সজ্জায় নানা রকম জিনিস কিনে থাকি আমরা। আবার ঘর সাজাতে গিয়ে নানা রকম ভুলও আমরা করে থাকি। শৌখিন জিনিস কিনতে গিয়ে অনেকে এমন জিনিস কিনে ফেলেন যা আর্থিক ক্ষতি (Financial Problems), আর্থিক অবনতি অথবা ঋণের কারণ হতে পারে। তেমনই, শারীরিক জটিলতা, পারিবারিক অশান্তির কারণ হতে পারে এই বাস্তু ভুল। বাড়িতে বাস্তু দোষ থাকতেই পারে। বাস্তুদোষ থাকলে তা সমাধান করা যাবে না এমন নয়। সমস্যা তৈরি হলে তা সমাধানের উপায়ও আছে। যে কোনও অশুভ শক্তি দূর করতে বাড়িতা রাখুন মাছ। 

পিতল বা রূপোর জিনিস দিয়েও অনেকে ঘর সাজান। এবার কিনুন পেতল বা রূপোর মাছ (Fish)। মাছকে সুখ-সমৃদ্ধি ও ধন সম্পত্তির প্রতীক (Symbol) মনে করা হয়। ঘরের পূর্ব বা উত্তর পূর্ব দিকে পেতল বা রূপোর মাছ রাখুন। এই দিকে পেতল বা রূপোর মাছ রাখা শুভ বলে মনে করা হয়। এতে ঘরে সুখ ও শান্তি বজায় থাকে। সঙ্গে ধন বৃদ্ধি ঘটে। 

চাইলে রাখতে পারেন ধাতব কচ্ছপও। শাস্ত্রে, ধাতব কচ্ছপের গুরুত্ব বিস্তর। ধাতব কচ্ছপ রাখলে ঘরের সকল নেতিবাচক শক্তি দূর হবে। ইতিবাচক এনার্জি তৈরি হয় এই শো পিসের গুণে। তাই বাড়ি সাজাতে রাখতে পারেন ধাতব কচ্ছপ। এতে পরিবারের সকলের উন্নতি ঘটবে।  

আরও পড়ুন- আপনার রাশি কি মেষ, জেনে নিন কোন রাশির সঙ্গে বিবাহে দাম্পত্য জীবন সুখের হবে

Latest Videos

আরও পড়ুন- অর্থকষ্টে ভুগছেন, রাতে বালিশের নিচে এই ৩ জিনিস রাখলে দূর হবে সমস্যা

আরও পড়ুন- মুখোমুখি কলকাতা চেন্নাই, আপিএল এর প্রথম ম্যাচে কে করবে বাজিমাত, কি বলছে জ্যোতিষের ছক

Share this article
click me!

Latest Videos

'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
‘এমন পরিস্থিতি করবো ৭১-এর থেকেও তিনগুণ বেশি বুঝতে পারবে!’ Suvendu-র তীব্র হুঁশিয়ারি