মঙ্গলবার দিনটি মঙ্গল গ্রহকে উৎসর্গীকৃত। তাই যাদের মঙ্গল দুর্বল তারা বিশেষ টোটকা মেনে চলুন মঙ্গলবার। তাছাড়া প্রত্যেকে মঙ্গলবার ভুলেও এই পাঁচটি কাজ করবেন না। এতে সংসারে অমঙ্গল যেমন দেখা দেবে তেমনই আর্থিক ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
শাস্ত্র মতে, সপ্তাহের প্রতিটি দিন আলাদা আলাদা দেব দেবীকে উৎসর্গ করা হয়েছে। সোমবার হল শিবের বার, তেমনই মঙ্গলবার ভগবানে হনুমানের দিন, বৃহস্পতি মা লক্ষ্মীর দিন, শনিবারে শনি দেবতার দিন হিসেবে উৎসর্গ করা হয়। এরই সঙ্গে বিভিন্ন গ্রহকেও উৎসর্গ করা হয় সপ্তাহের এক এক দিন। শাস্ত্র মতে, মঙ্গলবার দিনটি মঙ্গল গ্রহকে উৎসর্গীকৃত। তাই যাদের মঙ্গল দুর্বল তারা বিশেষ টোটকা মেনে চলুন মঙ্গলবার। তাছাড়া প্রত্যেকেই মঙ্গলবার ভুলেও এই পাঁচটি কাজ করবেন না। এতে সংসারে অমঙ্গল যেমন দেখা দেবে তেমনই আর্থিক ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
মঙ্গলবার চুল কিংবা নখ না কাটাই ভালো। মঙ্গলগ্রহের রঙ হল লাল। যা রক্তের সঙ্গে সম্পর্কীত। এটি রক্তের মতো উপাদানকে প্রভাবিত করতে পারে। অন্য দিকে, এই অন্যান্য দিনের তুলনায় রাগ বেশি হয়। সে কারণে মঙ্গলবার চুল, নখ না কাটার পরামর্শ দেওয়া হয়। অন্য দিকে বলা হয়, চুল, নখ এগুলো শনির দ্বারা শাসিত আবার নেইল কাটার, কাঁচি এগুলো মঙ্গল দ্বারা শাসিত। তাই এই দুয়ের সংস্পর্শে সংঘর্ষ হতে পারে। এর ফলে রক্তপাতের সম্ভাবনা থাকে।
লোহার দিনিস মঙ্গলবার কেনা উচিত নয়। ছুঁড়ি, কাটি, নেইল কাটার, লোহার অস্ত্র কিংবা লোহার তৈরি যে কোনও দ্রব্য এই দিন না কেনাই ভালো।
যজ্ঞের সামগ্রী মঙ্গলবার না কেনাই ভালো। মঙ্গলবার দিন বাড়িতে যজ্ঞ করবেন না। যজ্ঞের দিনটি শুভ বলে গণ্য হয় না। সে কারণে মঙ্গলবার অবশ্যই মেনে চলুন এই টোটকা।
মঙ্গলবার দিন মেকআপের সরঞ্জাম কিনবেন না। দিনটি মেকআপের জিনিস কেনার জন্য মোটেও শুভ নয়। এতে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে বলে উল্লেখ আছে শাস্ত্রে।
মঙ্গলবার কোনও শুভ কাজে যাওযার সময় লাল রঙের বস্ত্র পড়ুন। মঙ্গল গ্রহ লাল। সে কারণে মঙ্গলের সঙ্গে লাল রঙের সম্পর্ক আছে। তাই মনে করা হয় লাল রঙের পোশাক পরলে সব কাজে সফল হবেন। তেমনই, মঙ্গলবার দিন কালো পোশাক পরবেন না। এতে অমঙ্গল হতে পারে। কালো রঙ এই দিনের জন্য অশুভ হিসেবে গণ্য হয়। তাই মঙ্গলবার এই টোটকা অবশ্যই মেনে চলুন। এবার থেকে চুল কাটা থেকে লোহার দ্রব্য কেনা, মঙ্গলবারের এই পাঁচটি কাজ করলে হতে পারে দুর্ভোগ।
আরও পড়ুন- Palmistry: হাতের এই চারটি রেখাই নিয়ে আসবে টাকা পয়সা, আপনাকে নিয়ে যাবে বিদেশও
আরও পড়ুন- বাচ্চার নজর দোষ কাটাতে মেনে চলুন পাতিলেবুর টোটকা, জেনে নিন কী করবেন
আরও পড়ুন- স্বামীর কি এই চারটি গুণ রয়েছে? তাহলে বিদুর নীতি অনুযায়ী আপনি সবথেকে সুখী মহিলা