বাড়ির প্রধান দরজার সামনে জুতোর স্ট্যান্ড রাখেন? জেনে নিন কী বিপদ ডাকছেন

শাস্ত্র মেনে যেমন অনেকে বাড়ি করছেন, তেমনই শাস্ত্র মতে ঘর সাজাচ্ছেন। তেমনই জীবনের নানান জটিলতা থেকে মুক্তি পেতে অনেকেই মেনে চলছেন বাস্তু মত। কিন্তু, জানেন কি আমাদের আমাদের ভুলেই আমাদের জীবনে জটিলতা তৈরি হয়। 

ক্রমে বাস্তু শাস্ত্রের ওপর ভরসা বাড়ছে মানুষের। এক সময় বাস্তু শাস্ত্রের ধারণা শুধু মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু, বর্তমানে তা বদল হয়েছে। শাস্ত্র মেনে যেমন অনেকে বাড়ি করছেন, তেমনই শাস্ত্র মতে ঘর সাজাচ্ছেন। তেমনই জীবনের নানান জটিলতা থেকে মুক্তি পেতে অনেকেই মেনে চলছেন বাস্তু মত। কিন্তু, জানেন কি আমাদের আমাদের ভুলেই আমাদের জীবনে জটিলতা তৈরি হয়। 

বাড়ির প্রধান দরজার সামনে সকলেই জুতোর স্ট্যান্ড রেখে থাকেন। শাস্ত্র মতে, বাড়ির প্রধান দরজার বাইরে শু স্ট্যান্ড রাখা উচিত নয়। এতে নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়। পরিবারের সকল সদস্যদের মধ্যে অশান্তি দেখা দেয়। তেমনই সকলের সঙ্গে বিবাদ লেগে থাকে। এখন প্রশ্ন হল তাহলে কোথায় রাখবেন জুতোর তাক। শাস্ত্র মতে, বাড়ির উত্তর, পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে রাখতে পারেন। এতে সংসারে অশুভ শক্তি পড়বে না। 

শাস্ত্র মতে, ভুল দিকে জিনিস রাখতে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা সকলের উন্নতিতে বাধা দেয়। তেমনই তৈরি করে জটিলতা। পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক ক্ষতি কিংবা উন্নতিতে বাধা হতে পারে এই নেগেটিভ এনার্জির জন্য। তাই, শাস্ত্র মেনে ঘর সাজালে নেতিবাচক এনার্জি তৈরি হবে না। তাই এবার থেকে সঠিক দিকে রাখুন জুতোর তাক। 

তেমনই, বাড়ির প্রবেশ দ্বার কখনও অন্ধকার রাখবেন না। এতে মা লক্ষ্মী প্রবেশে বাধা পায়। রোজ সন্ধ্যায় প্রবেশ দ্বারে আলো জ্বালিয়ে রাখুন। অথবা রাখতে পারেন কোনও প্রদীপ। তেমনই প্রধান দরজার সামনে কোনও দেওয়ার থাকলে তা ভেঙে ফেলুন। এতে পরিবারে নেতিবাচক এনার্জি তৈরি হয়। এমনকি, কোনও গাছ থাকলে তাও কেটে ফেলা ভালো। বাড়ির প্রধান দরজা সব সময় বাস্তু মেনে সাজান। এই স্থান দিয়েই মা লক্ষ্মী প্রবেশ করে। প্রধান দরজার সজ্জায় ভুল হলে মা লক্ষ্মী প্রবেশে বাধা পায়। তেমনই বাড়িতে নেতিবাচক এনার্জি তৈরি হয়। মেনে চলুন এই বিশেষ টোটকা। তা না হলে হতে পারে ক্ষতি। জেনে রাখবেন, বাস্তু শাস্ত্র বলতে শুধু ঘরের দিক দর্শন নয়। আমাদের আচরণও এর অন্তভূক্ত। আমরা সারা দিনে অজান্তে এমন অনেক কাজ করে থাকি যাতে আমাদেরই ক্ষতি হয়ে থাকে। তাই এবার থেকে ঘর সাজান বাস্তু মেনে। বিশেষ করে বাড়ির প্রধান দরজার সামনে জুতোর স্ট্যান্ড রাখবেন না। এতে হতে পারে ক্ষতি।  
 

আরও পড়ুন- স্বার্থপর স্বভাবের হন এরা, ভুলেও বন্ধুদের সাহায্য করেন না এই রাশির ছেলে মেয়েরা

Latest Videos

আরও পড়ুন- প্রয়োজনে স্বামীকে আর্থিক ভাবে সাহায্য করেন এই তিন রাশির মেয়েরা, দেখে নিন তালিকা

আরও পড়ুন- এই রাশির জাতকদের অবশ্যই মুক্তো ধারণ করা উচিৎ, মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury