খাটের তলায় ভুলেও এই কয়টি জিনিস রাখবে না, আপনার ভুলে অমঙ্গল হতে পারে সংসারে

Published : Feb 23, 2022, 02:56 PM ISTUpdated : Feb 23, 2022, 03:01 PM IST
খাটের তলায় ভুলেও এই কয়টি জিনিস রাখবে না, আপনার ভুলে অমঙ্গল হতে পারে সংসারে

সংক্ষিপ্ত

বাস্তু শাস্ত্রে (Vastu Shastra) বর্ণিত নির্দেশ মনে ঘর সাজালে দূর হয় সকল সমস্যা। জানা গিয়েছে, ঘরে বাস্তু ভুল থাকলে তার থেকে তৈরি হয় নেতিবাচক এনার্জি (Negative Energy)। যা সকল উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এবার ঘর গোছাতে ঘরের সব কোণায় নজর দিন। বিশেষ করে খাটের তলায়। আজ জেনে নিন খাটের তলায় কিংবা বক্স খাটের ভিতর কী কী রাখা উচিত নয়।    

বাস্তু শাস্ত্র হিন্দু পরম্পরা ও কিছুক্ষেত্রে বৌদ্ধ বিশ্বাসের অন্তঃর্ভূক্ত। বাস্তু (Vastu) বলতে কোনও বস্তু নয়। যে কোনও সৃষ্টিই হল বাস্তু। পৃথিবীর বুকে তৈরি হওয়া সমস্ত কিছুই হল এর অন্তর্গত। তাই বাস্তু শাস্ত্রে (Vastu Shastra) বর্ণিত নির্দেশ মনে ঘর সাজালে দূর হয় সকল সমস্যা। জানা গিয়েছে, ঘরে বাস্তু ভুল থাকলে তার থেকে তৈরি হয় নেতিবাচক এনার্জি (Negative Energy)। যা সকল উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। এবার ঘর গোছাতে ঘরের সব কোণায় নজর দিন। বিশেষ করে খাটের তলায়। আজ জেনে নিন খাটের তলায় কিংবা বক্স খাটের ভিতর কী কী রাখা উচিত নয়।    

বাস্তু অনুসারে খাটের নীচে বিদ্যুৎ উৎপাদনকারী বস্তু রাখা উচিত নয়। খাটের তলায় আমরা অনেকই ইস্ত্রি, ইমারশন হিটার, পুরনো গ্যাজেট রেখে থাকি। এতে বাস্তুদোষ তৈরি হয়। খাটের তলায় ইলেকট্রনিক্স (Electronic) জিনিস রাখলে তার থেকে তরঙ্গ উৎপন্ন হয়। যা মানসিক ক্ষতি হতে পারে। এমনকী অনিদ্রার কারণ হতে পারে। 

প্লাস্টিক ও জং ধরা লোহার জিনিস খাটের তলায় রাখবেন না। আর্থিক সংকট দেখা গিতে পার। ভাঙা বালতি কিংবা প্লাস্টিকের (Plastic) নতুন বালতি কিংবা জং ধরা লোহার জিনিস অনেকেই ফেলে না দিয়ে খাটের তলায় জমিয়ে রাখেন। এই কাজ ভুলেও করবেন না। এতে দেখা দিতে পারে বাস্তুদোষ। সঙ্গে রাখবেন না খালি স্যুটকেস। স্যুটকেস রাখতে হলে তাতে জিনিস ভরে রাখুন। 

ছেঁড়া কাপড় ও পরিত্যক্ত কাপ়়ড় ফেলে না দিয়ে অনেকেই বাড়িতেই জমিয়ে রাখেন। খাটের তলায় ছেঁড়া কাপড় ও পরিত্যক্ত কাপড় (Clothes) রাখবেন না। ছেঁড়া কাপড় ও পরিত্যক্ত কাপড় ফেলে দিন। এমনকী, খাটের তলায় ঝাঁটা রাখবেন না। এতে তৈরি হয় বাস্তুদোষ। এই দুই জিনিস থেকে তৈরি হতে পারে নেগেটিভ এনার্জি (Negative Energy)। যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এই নেগেটিভ এনার্জি সকল উন্নতিতে বাধা দেয়। 

গয়না, কাঁচ, জুতো ও তেল রাখবেন না খাটের তলায়। ভুলেও খাটের তলায় গয়না, কাঁচ, জুতো ও তেলের মতো দ্রব্য রাখা উচিত নয়। এর থেকে তৈরি হয় নেতিবাচক এনার্জি। যা সংসারে অশান্তির কারণ হতে পারে। এমনকী, বাড়িতে ভুলেও ছেঁড়া জুতো (Shoes) রাখবেন না। এটি দরিদ্রতার কারণ হতে পারে। 

আরও পড়ুন: এই ফুলেই রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাস, সিন্দুকে রাখতেই বৃদ্ধি পায় আর্থিক উন্নতি

আরও পড়ুন: পাকিস্তানের এই প্রাচীণ শিব মন্দির আজও রহস্যময়, শিবের চোখের জলে তৈরি এই মন্দিরের জলাশয়

আরও পড়ুন: মহাশিবরাত্রি ২০২২, রাশি অনুযায়ী জপ করুন মহাদেবের এই মন্ত্রগুলি, দূর হবে সকল বাধা বিপত্তি
 
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল