স্বপ্নে ঝগড়া করতে বা নিজেকে আগুনে পুড়তে দেখছেন কখনও? বিপুল অর্থ লাভ হতে চলেছে

Published : Apr 11, 2022, 11:05 PM ISTUpdated : Apr 11, 2022, 11:09 PM IST
স্বপ্নে ঝগড়া করতে বা নিজেকে আগুনে পুড়তে দেখছেন কখনও? বিপুল অর্থ লাভ হতে চলেছে

সংক্ষিপ্ত

ভালো সময় আসবে না খারাপ সময় তা কিন্তু আগে থেকেই ইঙ্গিত দেয় আপনার স্বপ্ন। অনেকে এই বিষয়টিকে পাত্তা দেন না। কিন্তু, স্বপ্ন শাস্ত্র বলছে, আপনার সঙ্গে ভবিষ্যতে ভালো কিছু ঘটবে না খারাপ তার ইঙ্গিত আগে থেকেই দিতে থাকে স্বপ্ন।

প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় ও ভালো সময় দুটোই আসে। খারাপ সময় যখন আসে তখন সেটা যেন মনে হয় কতক্ষণে শেষ হবে। তা যেন কিছুতেই শেষ হতে চায় না। আদি অনন্তকাল ধরে যেন সেই সময় চলতেই থাকে। কিন্তু, ভালো সময় খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। সেই কারণে ভালো সময় মানুষ খুব বেশিক্ষণ উপভোগ করতে পারেন না। আর তাই মানুষের কাছে ভালো সময়ের কদরও অনেক বেশি। তবে ভালো সময় আসবে না খারাপ সময় তা কিন্তু আগে থেকেই ইঙ্গিত দেয় আপনার স্বপ্ন। অনেকে এই বিষয়টিকে পাত্তা দেন না। কিন্তু, স্বপ্ন শাস্ত্র বলছে, আপনার সঙ্গে ভবিষ্যতে ভালো কিছু ঘটবে না খারাপ তার ইঙ্গিত আগে থেকেই দিতে থাকে স্বপ্ন। 

স্বপ্ন প্রায় সবাই দেখেন। অনেকে আবার প্রায় রোজই স্বপ্ন দেখে থাকেন। অনেক সময় আমরা এমন স্বপ্ন দেখি যা সকালে উঠে মনে থাকে না। আবার যার কোনও অর্থও বোঝা যায় না। কিন্তু এরই পাশাপাশি এমন কিছু স্বপ্ন রয়েছে, যা আমাদের ভয় পাইয়ে দেয়। আবার অধিক ভয়াবহ হলে ঘুম ভেঙে যায়। আপাতদৃষ্টিতে এই স্বপ্নগুলিকে অশুভ মনে করা হলেও, এমনই কিছু স্বপ্নের মধ্যে শুভ ইঙ্গিত লুকিয়ে থাকে। যা অনেকেই বুঝতে পারেন না। আর ভাবতে থাকেন যে কেন এই ধরনের স্বপ্ন দেখলেন!

এমন কয়েকটি ভয়াবহ স্বপ্ন, যা ভবিষ্যতের শুভ ঘটনার ইঙ্গিত দেয়...

  • সাপকে ভয় পান অনেকে। আর স্বপ্নের মধ্যে যদি কেউ সাপ দেখেন তাহলে ভয় আরও বেড়ে যায়। গর্তের মধ্যে সাপ দেখলেও ভয় পাওয়া স্বাভাবিক। তবে স্বপ্ন শাস্ত্রে একে শুভ মনে করা হয়। কারণ বলা হয়, এর অর্থ হল শীঘ্রই আকস্মিক ধন লাভ করতে চলেছেন আপনি। তাই অযথা ভয় পাবেন না।
  • মৃত্যু খুবই বেদনার বিষয়। আর মৃত্যুকে অশুভ বলে ধরা হয়। এছাড়া স্বপ্নে যদি কাছের কোনও মানুষের মৃত্যু হয়েছে দেখেন তাহলে মনটাই খারাপ হয়ে যায়। ধারণা হতে পারে যে, স্বপ্নে যাঁর মৃত্যু দেখেছেন, বাস্তব জীবনে হয়তো তাঁর উপর কোনও আঘাত নেমে আসতে চলেছে। কিন্তু স্বপ্ন শাস্ত্র মতে, মৃত্যুর স্বপ্ন দেখাও শুভ। কারণ এই ধরনের স্বপ্ন আসলে আপনার নিজের সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত দেয়।  
  • নিজেকে আগুনে পুড়তে দেখার স্বপ্নও বেশ ভয়ঙ্কর। কিন্তু এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই। স্বপ্ন শাস্ত্র বলছে, যে ব্যক্তি স্বপ্নে নিজেকে বা কোনও বাড়িকে পুড়তে দেখে, সে শীঘ্র কোনও না কোনও উৎস থেকে অর্থ লাভ করতে পারে। ভাবুন তো ওই ভয়ের স্বপ্ন আপনাকে অর্থলাভের ইঙ্গিত দিচ্ছে। 
  • ঝগড়া, ঝামেলা, মারধর আর কার ভালো লাগে! সবাই এর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। কিন্তু, স্বপ্নে ঝগড়া-বিবাদ বা মারধরকে শুভ বলে মনে করা হয়। স্বপ্নে যদি আপনি কারও সঙ্গে হাতাহাতি করেন বা বিবাদে লিপ্ত থাকেন বা কাউকে ঝগড়া করতে দেখেন, তা হলে শীঘ্রই আপনার আর্থিক পরিস্থিতি ভালো হতে চলেছে। পাশাপাশি সমাজে আপনি আরও প্রসিদ্ধ হতে পারেন। তাই এই সব স্বপ্ন দেখে একেবারে ভেঙে পড়বেন না। বরং খুশিতে ফেটে পড়ুন।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল