নববর্ষে পালন করুন হলুদের তিনটি টোটকা, নতুন বছরে দূর হবে আর্থিক জটিলতা

Published : Apr 11, 2022, 06:43 PM ISTUpdated : Apr 11, 2022, 06:44 PM IST
নববর্ষে পালন করুন হলুদের তিনটি টোটকা, নতুন বছরে দূর হবে আর্থিক জটিলতা

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের প্রভাব পড়ে আমাদের জীবন। মহাজগতে গ্রহ ও নক্ষত্রের স্থান পরিবর্তনের জন্য রাশিতে শুভ ও অশুভ প্রভাব পড়ে। এই কারণে মানুষের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয়। গ্রহের খারাপ প্রভাবে শুরু হয় খারাপ সময়। এমন সময় কাটাতে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। 

আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপরই নতুন বছরকে স্বাগত জানানোর পালা। এই নতুন বছর সকলের জন্য সৌভাগ্য নিয়ে আসুক, তা প্রত্যেকেই কামনা করি। কিন্তু, বাস্তবে তেমন হয় কই। এবার নিজের ভাগ্য বদল করুন নিজেই। শাস্ত্রে, রয়েছে এমনই উপায়ের হদিশ।

কঠিন পরিশ্রমের পর ফল না পেলে, দিনের পর দিন পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা দেখা দিলে কিংবা আর্থিক ক্ষতির সম্মুখীন হলে মেনে চলতে পারেন জ্যোতিষ মত। শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের প্রভাব পড়ে আমাদের জীবন। মহাজগতে গ্রহ ও নক্ষত্রের স্থান পরিবর্তনের জন্য রাশিতে শুভ ও অশুভ প্রভাব পড়ে। এই কারণে মানুষের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয়। গ্রহের খারাপ প্রভাবে শুরু হয় খারাপ সময়। এমন সময় কাটাতে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। 

হলুদের গুণে মুক্তি পেতে পারেন আর্থিক জটিলতা থেকে। ভগবান গণেশের কৃপায় সফল হবেন। কোনও পরীক্ষা কিংবা শুভ কাজে যাওয়ার আগে, হলুদ ভগবান গণেশের পায়ে দিন। তারপর তা নিজের কপালে পড়ুন। চাকরি ক্ষেত্রে বাধার সম্মুখীন হলে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার সময় এই টোটকা মেনে চলতে পারেন। এতে উপকার পাবেন। তাছাড়া, যে কোনও শুভ কাজে যাওয়ার আগে ভগবান গণেশের পায়ে ঠেকিয়ে তারপর হলুদের টিকা পরুন। 

আর্থিক জটিলতা থেকেও মুক্ত পেতে পারেন হলুদের গুণে। এক টুকরো হলুন নিন তার সঙ্গে নিন চাল। এবার বিষ্ণুর সহস্রনাম পাছ করুন। ভক্তি সহকারে এই মন্ত্র পাঠে আর্থিক জটিলত দূর হবে। নববর্ষের দিন পাঠ করুন বিষ্ণু মন্ত্র। এতে উপকৃত হবেন। 

সম্পত্তি বৃদ্ধিতে ব্যবহার করুন হলুদের টোটকা। একটি লাল কাপড়ে ৫টি হলুটের টুকরো নিয়ে বেঁধে নিন। এবার এই কাপড় লকারে রেখে দিন। নববর্ষের দিন এই টোটকা করতে পারেন। তবে, টোটকা পালনের সময় পরিষ্কার বস্ত্র পরুন। এতে সম্পত্তি বৃদ্ধি ঘটবে। নববর্ষে দিন পালন করুন হলুদের এই টোটকা, নতুন বছরে দূর হবে আর্থিক জটিলতা। এমনকী, পারিবারিক শান্তিও ফিরে পাবেন এই টোটকায়। শাস্ত্রে, হলুদের গুরুত্ব বিস্তর। যে কোনও শুভ কাজে হলুদ ব্যবহার করা হয়। কথিত আছে, হলুদের গুণে সকল দুর্ভোগ কেটে যায়। তাই এবার পালন করতে পারেন এই টোটকা। এতে যেমন সব কাজে সফল হবেন, তেমনই সকল দুর্ভোগ কেটে যাবে।   

আরও পড়ুন- এই চার রাশির সঙ্গে সম্পর্কে যৌন সুখ পান বৃষ রাশির ছেলে মেয়েরা, দেখে নিন তালিকা

আরও পড়ুন- প্রবেশ দ্বারে লাগান ফেং শুই আয়না, জেনে নিন কীভাবে এই আয়না আপনার সংসার রক্ষা করবে

আরও পড়ুন- এপ্রিলে রাশি পরিবর্তন করছে শনি-রাহু-কেতু, হনুমান জয়ন্তীর বিশেষ পুজোয় কাটিয়ে উঠুন দোষ

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল