জেনে নিন, আমাদের জীবনে শুক্র গ্রহের প্রভাব

  • জ্যোতিষে শুক্র গ্রহটি একটি বিশেষ স্থান অধিকার করে আছে
  • শারীরিক সমস্যার নির্দেশ করে শুক্র
  • শুভ শুক্রের যোগ বিবাহিত জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তোলে
  •  বিবাহের মত একটি গুরুত্বপূর্ণ বিষয়ও নির্ভর করে এর উপর

জ্যোতিষশাস্ত্রের মতে মানব জীবনে শুক্র গ্রহ নির্দেশ করে ভালোবাসা, সম্পর্ক, সৌন্দর্য, আকর্ষণ, বিদ্যা, চিকিৎসা, সামাজিক যোগাযোগ ইত্যাদি। জ্যোতিষে শুক্র গ্রহটি একটি বিশেষ স্থান অধিকার করে আছে। শারীরিক সমস্যার ক্ষেত্রে কিডনি, মূত্র সম্পর্কিত সমস্যা, গলা এবং সাধারণ শারীরিক সমস্যার নির্দেশ করে শুক্র। এর পাশাপাশি বিবাহের মত একটি গুরুত্বপূর্ণ বিষয়ও নির্ভর করে এর উপর।
শুভ শুক্রের যোগ বিবাহিত জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তোলে। তবে দেখে নেওয়া যাক কীভাবে শুক্র মানব জীবনকে প্রভাবিত করে।
লগ্নে শুক্র অবস্থান করলে কামনা বাসনা মূলক কর্মে জোর দেয়। এই লগ্নের জাতকরা মহিলাদের মধ্যে খুব জনপ্রিয় হন।
দ্বিতীয় ভাবে শুক্র থাকলে শারীরিক সম্পর্কের জন্য জাতক-জাতিকা আগ্রহী থাকে। এমনকী বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়ে। 
তৃতীয় ভাবে শুক্র থাকলে, জাতক স্ত্রী বা নারীর প্রতি অনুগত হন। অসৎ সঙ্গ যোগ, লাম্পট্য, অশুভ যোগ প্রবল ভাবে কাজ করে। 
চতুর্থ ভাবে শুক্র থাকলে জাতক-জাতিকাকে অত্যন্ত কামপ্রবণ করে তোলে।
পঞ্চম ভাবে শুক্র থাকলে চারিত্রিক দোষযুক্ত ও যৌন সংক্রান্ত রোগে ভোগার আশঙ্কা থাকে।
ষষ্ঠ ভাবে শুক্র থাকলে বিবাহিত জীবন শুভ হয় তবে জাতকের একাধিক নারীসঙ্গে লিপ্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। 
সপ্তম ভাবে শুক্র থাকলে জাতক-জাতিকার গোপন সম্পর্ক থাকার পাশাপাশি যৌন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
অষ্টম ভাবে শুক্র থাকলে জাতক-জাতিকার বিবাহের ফলে ভাগ্য উন্নতির যোগ থাকে । 
নবম ভাবে শুক্র থাকলে জাতক-জাতিকার অত্যন্ত যৌন আসক্তি থাকে। 
দশম ভাবে শুক্র থাকলে একাধিক বিবাহ ও নারীসঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে।
একাদশ ভাবে শুক্র থাকলে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থলাভ এবং পারিবারিক জীবনে সুখলাভ হয়।
দ্বাদশ ভাবে শুক্র থাকলে জাতক-জাতিকা অত্যধিক কামুক এবং সাংস্কৃতিক মনোভাবাপন্ন হন।

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata