বাস্তু সংক্রান্ত এই বিশেষ নিয়মগুলি কাটায় জীবনে আসা যাবতীয় বাধা, জেনে নিন সেগুল কি কি

, কষ্ট থেকে মুক্তি পেতে অনেকে কত কি না করে। সময় সময় পূজা, উপবাস ইত্যাদি করেও সমস্যা কাটানোর চেষ্টা করে। কিন্তু এসবের সঙ্গে যদি এই ব্যবস্থাগুলো নেওয়া হয়, তাহলে জীবনকে সুখী করা যায়। আসুন এই ব্যবস্থাগুলি একবার দেখুন।
 

জীবনে আসা ঝামেলা ও সমস্যা থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্রে অনেক প্রতিকার বলা হয়েছে। জীবনে আসা কষ্ট থেকে মুক্তির সমাধান ধর্মের পথ। কথিত আছে যে, কষ্ট থেকে মুক্তি পেতে অনেকে কত কি না করে। সময় সময় পূজা, উপবাস ইত্যাদি করেও সমস্যা কাটানোর চেষ্টা করে। কিন্তু এসবের সঙ্গে যদি এই ব্যবস্থাগুলো নেওয়া হয়, তাহলে জীবনকে সুখী করা যায়। আসুন এই ব্যবস্থাগুলি একবার দেখুন।
রান্নাঘরে থাকা জিনিস দিয়ে করুন এই প্রতিকারগুলো
রান্নাঘরে সহজলভ্য হলুদ অনেক শুভ কাজে ব্যবহার করা হয়। হলুদ ছাড়া খাবারে যেমন রং হয় না, তেমনি হলুদ ছাড়া পূজা অসম্পূর্ণ। অনেক পূজা-পাঠ, শুভকাজ ও প্রতিকারে এর ব্যবহার হয়।কিন্তু জ্যোতিষশাস্ত্রে কালো হলুদ বেশি ব্যবহার করা হয়। কালো হলুদ ব্যবহারে বিভিন্ন ধরনের সমস্যা দূর করা যায়। এছাড়াও, এটি অর্থ লাভের জন্যও ব্যবহৃত হয়।
অনেক সময় অনেক পরিশ্রমের পরও ভাগ্যে জুটে না ঘরে। অনেক টাকা থাকার পরও অযথা খরচে টাকা চলে যায়, এমন অবস্থায় শুক্লপক্ষের প্রথম শুক্রবার একটি রূপার বাক্সে কালো হলুদ, নাগকেশর ও সিঁদুর মিশিয়ে দেবী লক্ষ্মীর চরণে নিবেদন করলে তা হবে। উপকারী খিলান বা যেখানে টাকা রাখবেন সেই জায়গায় এই হলুদ রাখুন। এটি করলে আপনার সেফ কখনই খালি হবে না।
এছাড়াও, ভাগ্য উজ্জ্বল করতে নিয়মিত পিঁপড়ার সাথে চিনি মেশানো ময়দা যোগ করুন। এতে করে আপনার পাপ কর্ম বিনষ্ট হবে এবং পুণ্যের উদ্ভব হবে। এটি আপনার ইচ্ছা পূরণে সাহায্য করবে। এর পাশাপাশি ঘরে উপস্থিত দেবতাদের নিয়মিত ফুল দিয়ে সাজান।
যদি ভাগ্য সহায় না হয়, তাহলে নিয়মিত জলেতে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন। এতে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদ পাওয়া যাবে। এবং ভাগ্য থাকবে। এর পাশাপাশি 

আরও পড়ুন- বাড়ির এই দিকে রাখুন জল ভরা মাটির পাত্র, পরিবারের সদস্যদের আয় বাড়বে হবে পদোন্নতি

Latest Videos

আরও পড়ুন- এই ৪টি রাশির মানুষ সম্পদের দিক থেকে খুবই ভাগ্যবান

আরও পড়ুন- দু দিনের মধ্যেই বদলে যাবে এই ৩ রাশির ভাগ্য, মিলবে আর্থিক উন্নতি ও সম্পদ বৃদ্ধি

Share this article
click me!

Latest Videos

বেলডাঙা যাত্রায় বাঁধা! চরম বচসা সুকান্ত ও পুলিশের মধ্যে, পথ অবরোধে রাজ্য সভাপতি | Sukanta Majumdar
সমবায় সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য বিজেপির, জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিলেন শুভেন্দু অধিকারী
চমকে উঠবেন! বেলডাঙায় যা হয়েছে সব ফাঁস করলেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhikari | Beldanga
'নামেই পুলিশমন্ত্রী মমতা, অভিষেক পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন' বিস্ফোরক Suvendu Adhikari | BJP
সুকান্তকে বেলেডাঙা যেতেই দিল না পুলিশ! আটক করে নিয়ে গেল থানায় | Sukanta Majumdar | Beldanga News