ফাল্গুন মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, জেনে নিন বিস্তারিত

বছরের একাদশতম মাস ফাল্গুন। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের একাদশতম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

'ফাল্গুনে বিকশিত কাঞ্চণ ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল'- ফাল্গুন বা ফাগুন বাংলা সনের সপ্তম মাস, এমনকি নেপালি বর্ষপঞ্জীরও এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ এবং সমাপনী মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়, যা বাংলাদেশ, নেপাল এবং আসামের সপ্তম ও অন্তিম ঋতু। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ফাল্গুন মাস সাধারণত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। তবে বাংলাদেশে সর্বশেষ সংস্কার অনুযায়ী ২০২০ সাল থেকে সরকারি ভাবে ফাল্গুন মাস ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। 
রাশি চক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন  রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। বিচার বিশ্লেষণ শক্তি প্রবল। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। চাকরি অপেক্ষা ব্যবসা জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। খেতে খাওয়াতে খুব ভালবাসে।  তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের একাদশতম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
 ফাল্গুন মাসে তুলা রাশির ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। অভিভাবকদের সাহায্যে ব্যবসায় ক্ষতির পরিমান কমতে পারে। চাকুরীজীবীদের জন্য ভালো সময়। অফিসে কোনও শুভ খবর পেতে পারেন এই মাসে। প্রেমের সম্পর্ক এই মাসে খুব একটা সুখের হবে না। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। তৃতীয় কাউকে নিয়ে অশান্তি বাড়তে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সম্মান বাড়তে পারে। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। বাড়িতে কোনও শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে। 

আরও পড়ুন- মহাশিবরাত্রিতে পুজোয় ভুলেও এই জিনিসগুলি দেবেন না, ফল হতে পারে মারাত্মক

Latest Videos

আরও পড়ুন- মহাশিবরাত্রিতে তৈরি হচ্ছে পঞ্চগ্রহী যোগ, মনের ইচ্চা পূরণে মহাদেবকে নিবেদন করুন এগুলি

আরও পড়ুন- পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এই ১০ টোটকায়, জেনে নিন কী রয়েছে বাস্তুশাস্ত্রে

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু