পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এই ১০ টোটকায়, জেনে নিন কী রয়েছে বাস্তুশাস্ত্রে
- FB
- TW
- Linkdin
ঘর মুছতে নুন ব্যবহার করুন। বাস্তু শাস্ত্র অনুসারে, রোজ নুন জল দিয়ে ঘর মোছা শুভ। এতে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বাস্তু শাস্ত্র অনুসারে, নুন জল দিয়ে ঘর মুছলে সকল নেতিবাচক এনার্জি দূর হবে। এই টোটকা মেনে চললে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।
ভুল দিকে ডাস্টবিন রাখলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি তৈরি হয়। শাস্ত্র মতে, বাড়ির উত্তর পূর্ব দিকে ডাস্টবিন (Dustbin) রাখা উচিত নয়। এতে তৈরি হতে পারে বাস্তুদোষ। আর এই বাস্তুদোষ সম্পর্কে ওপর প্রভাব ফেলে। তাছাড়া ভাঙা বালতি বা ভাঙা পাত্র ডাস্টবিন হিসেবে ব্যবহার করবেন না। এতেও নেতিবাচক এনার্জি তৈরি হয়।
শোওয়ার ঘরে আয়না রাখবেন না। বাস্তু মতে, আয়না জলের উপাদানের সঙ্গে সম্পর্কীত। তাই শোওয়ার ঘরে আয়না রাখা উচিত নয়। দাম্পত্য কলহ বাঁধতে পারে এই বাস্তু ভুলে। একান্ত ঘরে আয়না রাখতে হলে, এমন ভাবে রাখুন যাতে তা খাট থেকে দেখা না যায়।
শোওয়ার ঘরে (Bed Room) ভুলেও ঠাকুরের ছবি রাখবেন না। এতে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। দাম্পত্য (Marriage Problems) কলহ বাঁধতে পারে শোওয়ার ঘরে ঠাকুরের ঘরে ছবি রাখলে। ঠাকুরের ছবি সব সময় ঠিক স্থানে রাখুন। তবে, ঠাকুর ঘরে একই ঠাকুরের দুটো ছবি না রাখাই ভালো। এতে তৈরি হতে পারে বাস্তু দোষ। যা সম্পর্কেরও ওপর প্রভাব ফেলে।
বাড়িতে কোনও দেবতার রুদ্র রূপ রাখবেন না। এতে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি বাড়তে পারে। এবার থেকে দেব মূর্তি কেনার সময় খেয়ার রাখুন এই বিষয়ে। শিবের রুদ্র মূর্তি অনেকের বাড়িতেই থাকে। আর এই ছবি থেকে তৈরি হওয়া নেতিবাচক এনার্জি পরিবারিক অশান্তির কারণ হতে পারে।
পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ প্রতিবেশিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। সামাজিক সম্পর্ক ভালো রাখতে চাইলে পূর্ব দিকে উদীয়মান সূর্যের ছবি বা পেইন্টিং রাখুন। এই ছবি সংসারের জন্যও খুব শুভ।
বাড়ির প্রবেশ দ্বার থেকে যে দেওয়াল দেখা যায়, সেই দেওয়াল যেন খালি না থাকে। খালি দেওয়াল থেকে বাস্তুদোষ তৈরি হয়। যা সম্পর্কের ওপর খারাপ প্রভাব ফেলে। তাই বাড়ির প্রবেশ দ্বারের সামনের দেওয়ালে রাখুন গণেশের ছবি। সিদ্ধিদাতার ছবি পরিবারের সদস্যদের মধ্যে সুম্পর্ক বজায় রাখবে।
দাম্পত্য কলহের সমস্যায় অনেকেই নাজেহাল। এই দাম্পত্য কলহ দূর করতে বাস্তু মতে শোওয়ার ঘর (Bed Room) সাজান। শোওয়ার ঘরে একক গদি রাখুন। আর স্ত্রী সব সময় স্বামীর বাম পাশে ঘুমান। তা না হলে দেখা দিতে পারে বাস্তুদোষ।
সকলের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে পূর্ব দিকে লাগান সবুজ গাছ। বাড়ির পূর্ব দিকে গাছ লাগালে সকলের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে। অনেকেই ঘর সাজাতে ক্যাকটাস গাছ (Cactus Tree) ব্যবহার করে থাকেন। তবে, এই গাছ বাড়িতে না রাখাই ভালো। এতে দেখা পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি তৈরি হতে পারে।
পুজো করার সময় উত্তর পূর্ব দিকে মুখ করে বসে পুজো (Puja) করুন। কোন দিকে বসে পুজো করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবার থেকে উত্তর পূর্ব দিকে মুখ করে বসে পুজো করুন। তা না হলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। ঠাকুর ঘরের পাশে বাথরুম থাকলে তা ব্যবহার করবেন না। একান্ত তা সম্ভব না হলে সব সময় সেই বাথরুম পরিষ্কার রাখুন। তা না হলে, তৈরি হওয়া বাস্তুদোষ সম্পর্কের ওপর প্রভাব ফেলে।