ফাল্গুন মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, জেনে নিন বিস্তারিত

বছরের একাদশতম মাস ফাল্গুন। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের একাদশতম মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

'ফাল্গুনে বিকশিত কাঞ্চণ ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল'- ফাল্গুন বা ফাগুন বাংলা সনের অষ্টম মাস, এমনকি নেপালি বর্ষপঞ্জীরও এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ এবং সমাপনী মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়, যা বাংলাদেশ, নেপাল এবং আসামের অষ্টম ও অন্তিম ঋতু। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ফাল্গুন মাস সাধারণত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। তবে বাংলাদেশে সর্বশেষ সংস্কার অনুযায়ী ২০২০ সাল থেকে সরকারি ভাবে ফাল্গুন মাস ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। 

রাশি চক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এদের অর্থ ভাগ্য খুব ভাল নয়। প্রথম জীবনে নানা বাধা বিঘ্ন, মানসিক অস্থিরতা, অর্থাভাব ইত্যাদি প্রায়ই দেখা দেয়। এদের বন্ধু সংখ্যা একটু কম। এরা দৈবে অত্যধিক বিশ্বাসী হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় অন্যের অধীনে কাজ করতে অসুবিধা ভোগ করে। এরা ধার্মিক, সৎ, পরোপকারী এবং আদর্শবাদী হয়। এরা  প্রচণ্ড পরিশ্রমী হওয়ায় অবস্থা পাল্টে যায়। এদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম।  কিন্তু মধ্য জীবনের পর থেকে আর্থিক অবস্থা ভাল হতে থাকে। এদের বদান্যতার জন্য আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের একাদশতম মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

 ফাল্গুন মাসে ধনু রাশির সঙ্গীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। কাজের চাপে মাসের শেষের দিকে অসুস্থ হতে পারেন। আইনি বিষয়ে যুক্ত থাকলে সাফল্য পাবেন। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন রক্তপাতের যোগ আছে। সন্তানের কোনও কাজের জন্য অবাক হতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর খবর পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। এই মাসে কোনও ভুলের জন্য মন কষ্ট পাবেন। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। বেকারদের কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে। 

আরও পড়ুন: এই ফুলেই রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাস, সিন্দুকে রাখতেই বৃদ্ধি পায় আর্থিক উন্নতি

Latest Videos

আরও পড়ুন: পাকিস্তানের এই প্রাচীণ শিব মন্দির আজও রহস্যময়, শিবের চোখের জলে তৈরি এই মন্দিরের জলাশয়

আরও পড়ুন: মহাশিবরাত্রি ২০২২, রাশি অনুযায়ী জপ করুন মহাদেবের এই মন্ত্রগুলি, দূর হবে সকল বাধা বিপত্তি

Share this article
click me!

Latest Videos

‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border