ফাল্গুন মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর, জেনে নিন বিস্তারিত

বছরের একাদশতম মাস ফাল্গুন। পাশাপাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের একাদশতম মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
 

Web Desk - ANB | Published : Feb 23, 2022 4:11 AM IST

'ফাল্গুনে বিকশিত কাঞ্চণ ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল'- ফাল্গুন বা ফাগুন বাংলা সনের অষ্টম মাস, এমনকি নেপালি বর্ষপঞ্জীরও এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ এবং সমাপনী মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়, যা বাংলাদেশ, নেপাল এবং আসামের অষ্টম ও অন্তিম ঋতু। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী ফাল্গুন মাস সাধারণত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। তবে বাংলাদেশে সর্বশেষ সংস্কার অনুযায়ী ২০২০ সাল থেকে সরকারি ভাবে ফাল্গুন মাস ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। 
রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির ব্যক্তিদের অধ্যাবসায়ের দিকে কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য গড়ে তুলতে হবে। এরা নিজের মতে চলতে ভালবাসে। এদের বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট ও সিংহ রাশির লোকের সঙ্গে মিত্রতা বা বিবাহ হলে ভাল হবে। এরা প্রায়ই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায় অন্যায় বিচার করে না। এরা প্রচুর ভু সম্পত্তি বা বাড়ির মালিক হয়। মঙ্গল অশুভ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের একাদশতম মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
 ফাল্গুন মাসে বৃশ্চিক রাশির কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। কোনও ভালো কাজ করার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। বেকারদের নতুন চাকরির সুযোগ মিলতে পারে। ব্যবসার জন্য ঋণ গ্রহন করতে হতে পারে। স্বামী-স্ত্রীর অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সংসারের চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত খরচের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। 

আরও পড়ুন: বুধবার ৫ রাশির বিশেষ কোনও সুখবর মিলতে পারে, দেখে নিন আজকের রাশিফল

আরও পড়ুন: গর্ভবতী মহিলারা সুস্থ থাকতে মেনে চলুন বাস্তু মত, জেনে নিন কী কী করবেন

আরও পড়ুন: মহাশিবরাত্রি ২০২২, ভগবান শিবের এই দুই অবতার আজও পৃথিবীতে বাস করছে

Share this article
click me!