বাস্তুর নিয়ম মেনে ধনতেরসে কেনাকাটি করুন, নিজের ভাগ্য ফিরিয়ে আনুন

Published : Oct 20, 2019, 03:01 PM ISTUpdated : Oct 20, 2019, 03:05 PM IST
বাস্তুর নিয়ম মেনে ধনতেরসে কেনাকাটি করুন, নিজের ভাগ্য ফিরিয়ে আনুন

সংক্ষিপ্ত

  বাস্তুর নিয়ম মেনে কেনাকাটি করলে ভাগ্য় বদলাবে ধনতেরসে বৈদ্যুতিন সামগ্রী অত্যন্ত মঙ্গলজনক  এই দিন নতুন বাসন কিনলে ঘরের পূর্ব দিকে রাখবেন গোমতী চক্র কিনে হলুদ কাপড়ের সঙ্গে ঘরে রাখুন


ধনতেরসকে বছরের সবচেয়ে শুভ দিন মানা হয়। অনেকেই কর্ম জীবনে উন্নতি পেয়ে স্বভাবতই খুশি হয়ে অনেক টাকা খরচ করেন। তারপর এক অজানা কারণেই অনেকের জীবনের সেই খুশির মুহূর্ত হারিয়ে যায়। তবে ধনতেরসের সময়ে পরিবারগুলির ভাগ্য় বদলাতে থাকে। তাদের জেনে রাখা উচিত যে ,ধনতেরসে কিছু কেনার ক্ষেত্রে বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চলেন,তাহলে কিন্তু আপনার জীবনে কোনও বাধাই আর আসেনা। জেনে নিন, ধনতেরসে কিছু কেনার ক্ষেত্রে বাস্তুতন্ত্রের কয়েকটি রীতিনীতি -


১। ধনতেরসে লক্ষ্মী-গণেশের ছবি কেনা অত্য়ন্ত মঙ্গলজনক। এই দিন স্বস্তিক চিহ্ন কিনে বাড়ির দরজার বাইরে লাগালে, এটি আপনার পরিবারে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। গোমতী চক্র কিনে হলুদ কাপড়ের সঙ্গে আলমারিতে রাখুন।

২। ধনতেরসে রূপোয় বাসনপত্র কেনা  অত্যন্ত মঙ্গলজনক। নতুন বাসন কিনে ধনতেরসের দিন সেটি ঘরের পূর্ব দিকে রাখবেন। 

৩। পেশাদার রাধুনিরা রান্নার যে কোনও সামগ্রী কিনতে পারেন। লেখাপড়ার সঙ্গে যুক্ত থাকলে পেন কিনতে পারেন। 

৪। ধনতেরসে, আপনার পেশার সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনও সামগ্রী কিনতে পারেন। অফিসের অ্য়াকাউন্ট সম্পর্কযুক্ত কিছু  কিনলে সেটি পশ্চিম দিকে রাখুন।

৫। বৈদ্যুতিন সামগ্রী কিনলে উত্তর-পশ্চিম দিকে রাখুন। ধনতেরসে বৈদ্যুতিন সামগ্রী অত্যন্ত মঙ্গলজনক।  

৬। ধনতেরস, ফুলঝাড়ু কেনার শুভ দিন। ঝাড়ু কেনার অর্থ আপনার খারাপ দিন থেকে আপনি মুক্তি পাচ্ছেন।
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Daily Horoscope: কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল