ঋণের বোঝা থেকে মুক্তি পেতে মেনে চলুন বাস্তু টোটকা, জেনে নিন কী করবেন

Published : Feb 27, 2022, 05:55 PM ISTUpdated : Feb 27, 2022, 06:46 PM IST
ঋণের বোঝা থেকে মুক্তি পেতে মেনে চলুন বাস্তু টোটকা, জেনে নিন কী করবেন

সংক্ষিপ্ত

একের পর এক ঋণের জালে জড়িয়ে পড়েন অনেকে। কারও আবার একটি লোন (Lone) মিটল তো আরও একটি শুরু হয়ে গেল। শাস্ত্রে অনুসারে বাস্তু (Vastu) ভুলের জন্য বাড়তে পাড়ে ঋণের বোঝা। জেনে নিন কোন কোন বিষয় খেয়াল রাখবেন। 

ঋণের বোঝা একের পর এক বেড়েই চলেছে। প্রতি মাসে গাড়ির ইএমআই (EMI) বাবদ মোটা টাকা কাটে। এরই মাঝে অসুস্থার জন্য মোটা অঙ্কের টাকা ব্যয় হল, আবার বাড়ির এমনই অবস্থা যে তা না সাড়ালে হয় না। তাই বাড়ি সারানোর জন্য এক ঘনিষ্ঠ আত্মীয়ের (Relatives) থেকে টাকা ধার নিলেন। এমন একের পর এক ঋণের জালে জড়িয়ে পড়েন অনেকে। কারও আবার একটি লোন (Lone) মিটল তো আরও একটি শুরু হয়ে গেল। শাস্ত্রে অনুসারে বাস্তু (Vastu) ভুলের জন্য বাড়তে পাড়ে ঋণের বোঝা। জেনে নিন কোন কোন বিষয় খেয়াল রাখবেন। 

শাস্ত্র মতে, বাড়ির পূর্ব (East) ও উত্তর (North) দিকে ভারী আসবাব রাখবেন না। আসবাব ব্যক্তি জীবনের ওপর প্রভাব ফেলে। বাড়ির এই দুই দিকের ওপর নির্ভর করে মানুষের আর্থিক ভাগ্য। তাই পূর্ব ও উত্তর দিকে ভারী আসবাব রাখা অনুচিত। এতে বাড়তে পারে ঋণের বোঝা। 
  
সন্ধ্যায় গাছপালা কাটবেন না। সন্ধ্যায় তুলসী গাছের (Tulshi Tree) পাতা ছেঁড়ার দরকার নেই। এতে আর্থিক সমস্যা বাড়ে। হিন্দু শাস্ত্রে, তুলসী গাছ দেবী রূপে পুজিত হন। বাড়িতে তুলসী গাছ থাকলে তা নিয়ম মেনে রাখা উচিত। এমন তুলসী মায়ের পুজো করা উচিত নিয়ম মেনে। তা না হলে দেখা দিতে পারে বাস্তুদোষে। আর এই বাস্তুদোষ বাড়াতে পারে আর্থিক বোঝা। 

বাড়ির উত্তর ও পূর্ব কোণা খুবই গুরুত্বপূর্ণ। এই দুই দিকে কাঁচের জানলা রাখুন। এতে আর্থিক উন্নতি ঘটবে। মুক্তি পাবেন যে কোনও আর্থিক ক্ষতির হাত থেকে। তাই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে এই দুই দিকে কাঁচের জানলা লাগান। আর এই কোণা কখনও অন্ধকার রাখবেন না। এতে সমস্যা বাড়তে পারে। 

বাড়ি সব সময় পরিষ্কার (Clean) রাখুন। ঝুল ঝাড়ুন নিয়মিত। বাস্তু শাস্ত্র অনুসারে, ঘরে ঝুল থাকলে তার থেকে বাস্তু দোষ দেখা দেয়। এই বাস্তুদোষ প্রভাব ফেলে আর্থিক অবস্থার ওপর। তাই আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে কিংবা ঋণের বোঝা কমাতে মেনে চলতে পারেন এই বাস্তু টোটকা।  

ঘরের দেওয়ালে (Wall) ছেদ থাকলে তা সারিয়ে নিন। শাস্ত্র অনুসারে, ঘরের দেওয়ালে ছেদ থাকলে, তার থেকে তৈরি হয় বাস্তুদোষ। তা সকল উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। সঙ্গে আর্থিক ক্ষতির কারণ হতে পারে।   

আরও পড়ুন- জন্মছকে মঙ্গল যখন অশুভ হয়, দোষ দূর করতে মেনে চলুন এই জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার

আরও পড়ুন- এই রাশির মেয়েদের হাতে রয়েছে রাজ যোগ, এদের হাতে সম্পদের অভাব হয় না কখনও

আরও পড়ুন- এই সপ্তাহ ৭ রাশির আর্থিক সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন সপ্তাহের রাশিফল


 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল