সংক্ষিপ্ত
নিজের চঞ্চল মন শান্ত করতে ও রাগ নিয়ন্ত্রণে আনতে মেনে চলতে পারে জ্যোতিষ (Astrology) টোটকা। রইল সহজ কয়টি উপায়ের মেনে চলুন, জ্যোতিষ টোটকায় সমস্যা সমাধান হবে। জেনে নিন কী কী করবেন
চট করে রেগে যান অনেকে, মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, রাগের মাথায় মুখে যা আসে, তাই বলে ফেলেন। এছাড়া, চঞ্চল মনের অধিকারী অনেকে। মন নিজের নিয়ন্ত্রণে না থাকলে নানান সমস্যা দেখা দিতে পারে। রাগের মাথায় সকলেই ভুল করে ফেলেন, আবার মন চঞ্চল হলে, কোনও কাজে সফল হওয়া কঠিন। নিজের চঞ্চল মন শান্ত করতে ও রাগ নিয়ন্ত্রণে আনতে মেনে চলতে পারে জ্যোতিষ (Astrology) টোটকা। রইল সহজ কয়টি উপায়ের মেনে চলুন, জ্যোতিষ টোটকায় সমস্যা সমাধান হবে। জেনে নিন কী কী করবেন
গায়েত্রী মন্ত্র পাঠ করুন নিয়ম করে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গায়েত্রী মন্ত্র (Gayatri Mantra) পাঠ করলে মানসিক শান্তি বজায় থাকবে। রাগ নিয়ন্ত্রণে থাকবে গায়েত্রী মন্ত্র পাঠে। রোজ সকাল ও বিকেল নিয়ম করে পাঠ করুন গায়েত্রী মন্ত্র। দৈনিক গায়েত্রি জপ করুন। এতে ইতিবাচক শক্তি উৎপন্ন হবে। একদিনে যেমন মন শান্ত হবে, তেমনই পারিবারিক অশান্তি দূর হবে।
সাত্ত্বিক আহার (Sattvic Diet) করুন। এতে মানসিক শান্তি ফিরে পাবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ,শাক সবজি, গোটা শস্য, বাদাম খেতে পারে। নিয়মিত দুধ খান। এতে সুস্থ থাকবেন। এই ধরনের খাবার প্রোটিনে (Protein) পরিপূর্ণ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সাত্ত্বিক আহারে মন শান্ত হয়।
মন শান্ত করকে দেব দেবীর ব্রত (Vrat) পালন করুন। দেবতার আরাধনা করলে মন শান্ত হয়। মন নিজের নিয়ন্ত্রণে থাকলে সব কাজে সফল হবেন। পড়াশোনায় মন বসবে, সঙ্গে যে কোনও ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
ধ্যান করুন নিয়মিত। ধ্যান (Meditation) করলে মন শান্ত হবে। রোজ সকালে ঘুম থেকে উঠে ধ্যান করুন। চাইলে দিনের অন্য সময় সময়ও ধ্যান করতে পারেন। স্ট্রেস (Stress) দূর হবে ধ্যান করলে। বর্তমানে নানা কারণে স্ট্রেসের সমস্যায় ভুগছেন বহু মানুষ। তাই মন শান্ত রাখতে ধ্যান করুন।
সূর্য দেবকে (Lord Sun) জল দিন রোজ। রোজ সকালে স্নান (Bath) করে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। এতে সূর্য দেবের কৃপা পাবেন। সূর্য দেবের কৃপা পেতে জল নিবেদন করুন। এতে মন শান্ত হবে। রোজ এই টোটকা মেনে চললে মানসিক স্থিরতা বজায় থাকবে। মানসিক শান্তি ফিরে পাবেন এই টোটকা মেনে।
আরও পড়ুন: শাশুড়ি-বৌমা হোক বা স্বামী-স্ত্রী, সম্পর্কে সমস্যা, দূর করুন ৫ টাকার এই সাধারণ প্রতিকারে