সোমবার পালন করুন এই তিন টোটকা, সোমবতী অমাবস্যায় এই টোটকা পালনে পুণ্যলাভ হবে

Published : May 27, 2022, 09:47 AM IST
সোমবার পালন করুন এই তিন টোটকা, সোমবতী অমাবস্যায় এই টোটকা পালনে পুণ্যলাভ হবে

সংক্ষিপ্ত

প্রায় ৩০ বছর পর একই তিথিতে পালিত হবে শনি জয়ন্তী ও সোমবতী অমাবস্যা। বিশ্বাস করা হয়, সোমবতী অমাবস্যার দিন উপবাস করে ব্রত পালন করলে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। তেমনই দেবী লক্ষ্মীর আরাধানা করলে এই দিন আর্থিক সমস্যা কেটে যাবে। শাস্ত্রে সোমবতী অমাবস্যার গুরুত্ব বিস্তর। এই দিন পুণ্য লাভ করতে পালন করুন কয়টি টোটকা। শাস্ত্রে একাধিক টোটকার হদিশ রয়েছে। এই দিন পালন করুন এই তিন টোটকা। উপকার পাবেন। 

প্রতি বছর জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় পালিত হয় শনি জয়ন্তী। এই বছর এই দিন পড়েছে সোমবতী অমাবস্যা। প্রায় ৩০ বছর পর একই তিথিতে পালিত হবে শনি জয়ন্তী ও সোমবতী অমাবস্যা। শাস্ত্রে এই দিনটির গুরুত্ব রয়েছে বিস্তর। তিথি অনুসারে, এবছর ৩০ মে পালিত হবে শনি জয়ন্তী। অমাবস্যা পড়ছে ২৯ মে রবিবার বেলা ২.৫৪ মিনিটে। ২০ মে সোমবার ৪.৫৯ মিনিট পর্যন্ত থাকবে যোগ। এই দিন রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। গঠিত হবে অভিজিৎ মুহূর্ত। অর্থাৎ এবছর শনি জয়ন্তীতে রয়েছে বিশেষ যোগ। অন্য দিকে, এই দিনই পালিত হবে সোমবতী অমাবস্যা। বিশ্বাস করা হয়, এই দিন উপবাস করে ব্রত পালন করলে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। তেমনই দেবী লক্ষ্মীর আরাধানা করলে এই দিন আর্থিক সমস্যা কেটে যাবে। শাস্ত্রে সোমবতী অমাবস্যার গুরুত্ব বিস্তর। এই দিন পুণ্য লাভ করতে পালন করুন কয়টি টোটকা। শাস্ত্রে একাধিক টোটকার হদিশ রয়েছে। এই দিন পালন করুন এই তিন টোটকা। উপকার পাবেন। জেনে নিন কী কী করবেন। 

দান ধ্যানে পুণ্য লাভ হবে। সোমবতী অমাবস্যার দিন দান করুন। এই দিন সকালে স্নান সেরে ব্রত পালন করুন। তারপর পুজো শেষ দান করতে পারে। দরিদ্র ব্যক্তিদের মধ্যে খাবার ও বস্ত্র দানে পুণ্য লাভ হবে। কেটে যাবে জীবনের সকর দুর্ভোগ। 

এই দিন নদীতে স্নান করতে পুণ্য লাভ হবে। কাক ভোরে উঠে নদীতে স্নান করুন। যে কোনও পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ সম্ভব। একান্তে নদীতে যাওয়া সম্ভব না হলে, স্নানের জলে মিশিয়ে নিন পবিত্র নদীর জল। এতে পুণ্য লাভ হবে। তাই এদিন অবশ্যই এই টোটকা মেনে চলুন।  

শাস্ত্র অনুসারে, ব্যক্তির জীবনে পূর্ব পুরুষের আশীর্বাদের গুরুত্ব বিস্তর। পুরুষ রুষ্ট্র হলে দেখা দেয় পিতৃদোষ। এক্ষেত্রে বারে বারে দুর্ঘটনার কবলে পড়েন অনেকে। তেমনই পিতৃদোষের প্রভাব জাতক জাতিকা সন্তান সুখ পান না। পূর্ব পুরুষের আশীর্বাদ পেলে এই দিন পিতৃপুরুষকে জল দিন। এতে পুণ্য লাভ হবে। সোমবার ৩০ মে সোমবতী অমাবস্যা তিথিতে পালন করুন এই তিন টোটকা। সোমবতী অমাবস্যায় এই টোটকা পালনে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। সব কাজে সফল হবেন। 

আরও পড়ুন- জেনে নিন কোন রাশির জীবনে আসবে নতুন প্রেম, কে জড়াবেন দ্বন্দ্বে, রইল প্রেমের রাশিফল

আরও পড়ুন- ব্যবসাক্ষেত্রে লাভের মুখ দেখবেন এই তিন রাশির জাতক জাতিকারা, দেখে নিন দৈনিক রাশিফল

আরও পড়ুন- শুক্রবার ৬ রাশি অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, দেখে নিন আজকের রাশিফল

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল