হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর কৃপা পেতে আর জীবনে সুখ আর সমৃদ্ধি বজায় রাখতে মা লক্ষ্মীকে তুষ্ট করা জরু
হিন্দু শাস্ত্রমেত মা লক্ষ্মী যাদের আশীর্বাদ করেন তাদের কখনই সম্পদের অভাব হয় না। কিন্তু দেবীলক্ষ্মীর আশীর্বাদ পাওয়া খুব একটা সহজ নয়। একটুতেই কুপিত হন দেবী। এক গৃহস্থের বাড়ি ছেড়ে অন্যত্র গমন করেন তিনি। তবে মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে আর বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে গেলে মাত্র একটি বিশেষ যন্ত্র ঘরে স্থাপন করতে হবে। আর সেটি হল সম্পদের যন্ত্র শ্রী যন্ত্র।
শ্রী যন্ত্র- হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর কৃপা পেতে আর জীবনে সুখ আর সমৃদ্ধি বজায় রাখতে মা লক্ষ্মীকে তুষ্ট করা জরুরি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আর দেবীর আশীর্বাদের হাত চিরটাকাল আপনার মাথায় যাতে থাকে তার জন্য বাড়িতে রাখুন শ্রীযন্ত্র। আর দিনে একবার করে পুজো করুন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় সুখ থেকে সমৃদ্ধির আর সৌভাগ্য সবই একটি বাড়িতে প্রবেশ করে এই যন্ত্রের হাত ধরে। তবে শ্রী যন্ত্রে আরাধানার বেশ কিছু নিয়ম রয়েছে। সেগুলি হল-
জ্যোতিষ অনুসারে প্রতিটি যন্ত্রের আকৃতি, প্রতীক, সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই যন্ত্র গ্রহণের সময় খেয়াল রাখতে হবে তার সঠিক পদ্ধতি তৈরি হয়েছে কিনা। কারণ ভুল উপায়ে তৈরি যন্ত্র পুজো করলেও কোনও ফল পাওয়া যাবে না। হিতে বিপরীত হতে পারে।
অপনি যদি বাড়িতে শ্রী যন্ত্র প্রতিষ্ঠা করেন তাহলে বাড়িতেই পুজো করে তা স্থাপন করুন। নিয়ম অনুসারে প্রতিদিন একবার পুজো করতে হবে। বিশেষ করে শুক্রবার লক্ষ্মীমাতার সঙ্গে এই যন্ত্র পুজো করবেন।
শ্রী যন্ত্রের আরাধনায় লক্ষ্মী মন্ত্রের পাশাপাশি ১০৮ বার লক্ষ্মীর স্তব করতে হবে। তাহলে বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়।
শ্রী যন্ত্র স্থাপন-
এই যন্ত্র স্থাপনের আগে শুভ সময় সম্পর্কে জেনে নিন। তারপর সেই দিন ভোরবেলা স্নান করে ধোয়া কাপড় পরে শুভমুহূর্তে এটি স্পাপন করুন। গঙ্গাজল আর পঞ্চমৃত দিয়ে এটি শুদ্ধ করে নিতে হবে। তারপর উত্তর পূর্ব দিকে একটি লাল কাপড়ে যন্ত্রটি স্থাপন করতে হবে। শ্রী যন্ত্র স্থাপনের সময় আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে থাকতে হবে।