মীন রাশির ছেলে কিংবা মেয়েকে ডেট করছেন, মাথায় রাখুন এই কয়টি জিনিস

Published : Mar 12, 2022, 03:44 PM ISTUpdated : Mar 12, 2022, 03:47 PM IST
মীন রাশির ছেলে কিংবা মেয়েকে ডেট করছেন, মাথায় রাখুন এই কয়টি জিনিস

সংক্ষিপ্ত

রাশি দেখে বোঝা যায় মানসিকতা (Mentality)। যদি দেখেন তিনি মীন রাশির (Pisces) মেয়ে, তাহলে মেনে চলুন এই কয়টি জিনিস। আগে থেকে আন্দাজ করে নিন তার মানসিকতা প্রসঙ্গে। সেই বুঝে ডেটিং প্ল্যান করুন। সম্পর্ক মজবুত হবে এই টোটকা মেনে চললে।  

ডেটিং অ্যাপে (Dating App) আলাপ হয়েছে তার সঙ্গে। প্রায় ৬ মাস ধরে কথা বলেন। একে অন্যের ব্যাপারে সবই জানেন। দুজনের পছন্দ, ভবিষ্যত পরিকল্পনা, পরিবার, সব নিয়েই আলোচনা হয়েছে। এবার স্থির করেছেন ডেটে যাবেন। সেখানেই পরিস্থিতি বুঝে প্রেম নিবেদন করবেন বলে ভাবছেন। তার আচরণে আপনি বুঝে গিয়েছেন, সে আপনাকে পছন্দ করে। তাও মনে একটা ভয় কাজ করছে। ডেটে যাওয়ার আগে কথার ছলে জেনে নিন তার কী রাশি। রাশি দেখে বোঝা যায় মানসিকতা (Mentality)। যদি দেখেন তিনি মীন রাশির (Pisces) মেয়ে, তাহলে মেনে চলুন এই কয়টি জিনিস। আগে থেকে আন্দাজ করে নিন তার মানসিকতা প্রসঙ্গে। সেই বুঝে ডেটিং প্ল্যান করুন। সম্পর্ক মজবুত হবে এই টোটকা মেনে চললে।  

মীন রাশির জাতক জাতিকাদের মুখে সদা থাকে সুমিষ্ট হাসি। থাকে রহস্যময় আভা। এরা মিষ্টি স্বভাবের মানুষ হয়ে থাকে। তাই তাদের বুঝতে একটু সমস্যা হয়। এরা রোম্যান্স খুবই পছন্দ করে থাকেন। তাই ডেটে যাওয়ার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের (Dinner) প্ল্যান করতে পারেন। কিংবা, রোম্যান্টিক কোনও মুভি ডেটে যেতে পারে। 

এরা সৃজনশীল (Creative) মানসিকতার অধিকারী হন মীন রাশির ছেলে মেয়েরা।  ফলে এমন বিষয় নিয়ে আলোচনা করুন। ডেটে গিয়ে কী আলোচনা করবেন, তা অনেকে বুঝে পান না। তাই জানার চেষ্টা করুন সে কী পছন্দ করেন। তার গল্প লেখা কিংবা নতুন কিছু সৃষ্টির প্রতি আগ্রহ আছে কি না। 
  
ভালো শ্রোতা হন মীন রাশির (Pisces) জাতক জাতিকারা। তাই ডেটে গিয়ে কী আলোচনা করবেন, তা আগে থেকে স্থির করে নিন। মনে মনে টপিক ভেবে যান। তা না হলে, দুজনেই বোর হবেন। মীন রাশির ছেলে মেয়েরা কথা বলার থেকে শুনতে বেশি পছন্দ করে থাকেন। 

এরা মনের কথা সহজে বলে না। তাই সে আপনাকে প্রপোজ (Propose) করবে, এমন ভেবে ফেলবেন না। সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইলে আপনি দেরি না করে প্রেমের প্রস্তাবটা দিয়ে ফেলুন। তা না হলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া কঠিন আছে। তার আচরণে বোঝার চেষ্টা করুন, সে আপনাকে পছন্দ করে কিনা। যদি ইতিবাচক কিছু দেখেন তাহলে দেরি না করে প্রেমের প্রস্তাবটা দিয়ে ফেলুন। 

আরও পড়ুন- রাশি বলে দেবে আপনি কতটা দয়ালু স্বভাবের, এক ঝলকে দেখে নিন জ্যোতিষ মত

আরও পড়ুন- বারবার প্রেম পড়ছেন, এই রাশির জাতক-জাতিকাদের জীবনে একাধিক বার উঁকি দেয় প্রেম

আরও পড়ুন- ১৫ মার্চ রাশি পরিবর্তন করবে সূর্য, সমস্যা বাড়তে পারে এই ৪ রাশির
 

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল