Vastu Tips: কয়টি ভুলেই বাধা আসে বিয়েতে, জেনে নিন বিয়ের বাধা দূর করতে ঘরের কী কী পরিবর্তন করবেন

Published : Jan 09, 2022, 07:47 PM IST
Vastu Tips: কয়টি ভুলেই বাধা আসে বিয়েতে, জেনে নিন বিয়ের বাধা দূর করতে ঘরের কী কী পরিবর্তন করবেন

সংক্ষিপ্ত

সব ঠিক থাকলেও, মেয়ের বিয়ে নিয়ে বহুদিন ধরে চলছে দুশ্চিন্তা। কয়েকটা সম্বন্ধ অনেক দূর এগিয়েছিল। কিন্তু, শেষে কোনও না কোনও কারণে ভেঙে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাস্তু দোষ (Vastu Dosh) থাকলে বিয়েতে বাধা আসতে পারে।

মেয়ের বয়স তিরিশ পার করেছে। বিয়ের চেষ্টা করছেন আজ ৪ বছর হল। কিন্তু, কিছুতেই কোনও ভালো সম্বন্ধ পাচ্ছেন না। মেয়েকে দেখতে ভালো, উচ্চ শিক্ষিত (Educated), একটি স্কুলে পড়ায় (School Teacher) এদিকে আপনাদের পারিবারিক অবস্থাও ভালো। সব ঠিক থাকলেও, মেয়ের বিয়ে নিয়ে বহুদিন ধরে চলছে দুশ্চিন্তা। পারিবারিক লোকজন, বন্ধু সকলকে বলেছেন সম্বন্ধ দিতে, ম্যাট্রিমোনিয়াল (Matrimonial) সাইটেও অ্যাকাউন্ট আছে, তা সত্ত্বেও বিয়ে ঠিক হচ্ছে না। কয়েকটা সম্বন্ধ অনেক দূর এগিয়েছিল। কিন্তু, শেষে কোনও না কোনও কারণে ভেঙে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাস্তু দোষ থাকলে বিয়েতে বাধা আসতে পারে। 

জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তু শাস্ত্র (Vastu Shastra)। বাস্তু মেনে আজকাল অনেকেই ঘর সাজাচ্ছেন। কথিত আছে, বাস্তু মতে, ঘর সাজালে ঘরে ইতিবাচক এনার্জি তৈরি হয়। এতে সকল কাজে সফল হবেন। বাস্তু শাস্ত্রে, ঘরের দিক নির্দেশের উল্লেখ আছে, উল্লেখ আছে গৃহসজ্জার। শাস্ত্র মতে, ঘর সাজালে উন্নতি হবে সকল ক্ষেত্রে। তেমনই বাড়িতে বাস্তু দোষ (Vastu Dosh) থাকলে দেখা দিতে পারে একাধিক সমস্যা। আর্থিক ক্ষতি, পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি, চাকরিতে বাধা আসতে পারে। এমনকি, বিয়েতে বাধা আসে বাস্তু মতে। এমনই উল্লেখ আছে শাস্ত্রে। জেনে নিন, ঘরে কী কী দোষ থাকলে বিয়েতে বাধা আসতে পারে। 

বাস্তু শাস্ত্র অনুসারে, ঘরের দেওয়ালের সঙ্গে খাট (Bed) রাখবনে না। খাট এমন ভাবে রাখবেন, যাতে দুদিকই ব্যবহার করা যায়। তা না হলে দেখা দিতে পারে বাস্তুদোষ। যা বিয়েতে বাধা দেয়। বিবাহযোগেয ছেলে বা মেয়ের ঘরের খাট যে দেওয়ালের সঙ্গে ঠেকে না থাকে। 

ঘরের রঙ থেকে তৈরি হয় বাস্তুদোষ। গাঢ় নীল বা কালো কিংবা বাদামী রং দেওয়ালে করাবেন না। এতে ঘরে নেগেটিভ এনার্জি  (Negative Energy) তৈরি হয়। যা বিয়েতে বাধা দেয়। বিবাহযোগ্য ছেলে বা মেয়ের ঘরের রং হওয়া উচিত গোলাপি। 

আরও পড়ুন: Vastu For Study Room: বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়াতে ঘরের রং পাল্টান, জেনে নিন কী রং করাবেন

আরও পড়ুন: Vastu Tips For Pregnant Women: রইল গর্ভবতী মহিলাদের জন্য বাস্তু টোটকা, ঘরে রাখুন এই তিন জিনিস

বাড়ির উত্তর পশ্চিম (North West) কোণার ঘর হোক বিবাহিত ছেলে বা মেয়ের। পশ্চিম দিকে ঘরে ভুলেও তারা ঘুমাবেন না। এতে তাদের ওপর খারাপ প্রভাব পড়ে। যা বিয়েতে বাধা দেয়। তাই বিয়ের বাধা দূর করতে সব সময় উত্তর পশ্চিম ঘরে ঘুমান বিবাহযোগ্য ছেলে ও মেয়েরা। 
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: এদের জন্য আজ লাভজনক দিন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল