বাড়িতে পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতে চান, বাস্তুর কিছু নিয়ম মানলেই সংসারে ফিরবে সুখ-শান্তি

Published : Sep 15, 2021, 03:03 PM IST
বাড়িতে পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতে চান, বাস্তুর কিছু নিয়ম মানলেই সংসারে ফিরবে সুখ-শান্তি

সংক্ষিপ্ত

বাস্তু দোষের কারণে সুখ শান্তি তো পরিবারে থাকে না, বরং তার বদলে পরিবারে নানা অশান্তির সৃষ্টি হয়। যা পরিবারের জন্য অত্যন্ত খারাপ। নিজের পরিবারকে ভাল রাখতে বাস্তু দোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি।

পরিবারকে সুস্থ রাখতে, পরিবারকে ভাল রাখতে কে না চায়। প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো পরিবারকে ভাল রাখার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু মাঝে মাঝে অনেক সম্ভব জিনিসও অসম্ভব হয়ে যায়। কারণ পরিবারের মধ্যে বাস্তু দোষ থাকলে তা কখনওই সম্ভব হয় না। বাস্তু দোষের কারণে সুখ শান্তি তো পরিবারে থাকে না, বরং তার বদলে পরিবারে নানা অশান্তির সৃষ্টি হয়। যা পরিবারের জন্য অত্যন্ত খারাপ। নিজের পরিবারকে ভাল রাখতে বাস্তু দোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি।

 

আরও পড়ুন-রাধাষ্টমীর দিন নিষ্ঠাভরে পুজো করলে দূর হবে দুঃখ-দুর্দশা, অভাব-অনটন থেকেও মিলবে মুক্তি

আরও পড়ুন-অ্যাকোরিয়াম কেবল সৌন্দর্য নয়, পরিবারে সুখ বয়ে আনতেও মোক্ষম উপাদান, জানুন বাস্তু টিপস

 

 

বেডরুমে ঘড়ি বন্ধ হয়ে গেলে তা চালু করার চেষ্টা করুন।  কারণ বন্ধ ঘরে কখনওই গৃহস্থ থাকা উচিত নয়। কারণ ঘড়ি বন্ধ মানে নিজের ভাগ্য থেমে যাওয়া।

কখনওই খাবার নষ্ট করবেন না। এতে সংসারের অমঙ্গল হয়। খাওয়া হয়ে গেলে সর্বদা খাওয়ার প্লেট ধুয়ে রাখুন।

দিনের কিছুটা সময় খোলা আকাশের নীচে সময় কাটান। এতে যেমন একঘেয়েমি কাটবে তেমনি মনও ভাল লাগবে।

 

 

সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘরের দরজা-জানলা সব খুলে দিন। সূর্যের আলো ঘরে প্রবেশ করলে পজিটিভ এনার্জি প্রবেশ করে। তা পরিবারের শান্তি ফিরে আসে।

বাড়ির বাথরুম সর্বদা পরিষ্কার রাখুন। বাড়ির বাথরুম কখনওই খুলে রাখবেন না।

বাড়ির বেডরুম সবসময় যতটা পারবেন পরিস্কার, পরিচ্ছন্ন রাখুন। এতে ঘরের ফ্রেশনেস বজায় থাকবে।  

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: খুব খারাপ সময়েও সঙ্গীর থেকে মানসিক সমর্থন পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল