২০২৫ সালের শেষ দুই মাসে ঘুরে যাবে ভাগ্যের চাকা, ৮ রাশি হাতে আসবে প্রচুর টাকা

Published : Nov 07, 2025, 12:36 PM IST

দেখতে দেখতে ২০২৫ সাল শেষের পথে। কিন্তু চলতে বছর এই শেষের দুই মাসে ভাগ্য ফিরবে আট রাশির। দেখুন এই ৮ রাশি কারা। 

PREV
18
বৃষ রাশি

রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। চলতে বছরের শেষের দুই মাস ভাল কাটবে। চলতি বছরের শুরুর দিকে এই রাশির জাতক ও জাতিকাদের সমস্যায় পড়তে হয়েছে। সেই সমস্যা কেটে যাবে বছরের শেষ দুই মাসে। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার থাকলে এই সময় নিতে পারেন। প্রেমে জটিলতা কাটবে।

28
কর্কট রাশি

নভেম্বর আর ডিসেম্বর মাস কর্কট রাশির জাতক আর জাতিকাদের জন্য খুব ভালয কর্মক্ষেত্রের সমস্যা মিটি যাবে। সহকর্মী ও পরিবারের সদস্যদের সম্পর্কের উন্নতি হবে। সাংসারিক অশান্তি কেটে যাবে।

38
সিংহ রাশি

এই রাশির জাতক ও জাতিকাদের জন্য চলতি বছরের শেষ দুই মাস খুবই ভাল। কর্মক্ষেত্রে এদের ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানের কাজে গর্বিত হতে পারেন।

48
কন্যা রাশি

নভেম্বর-ডিসেম্বর কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ। সাংসারিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যাবে। আর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রশংসা পেতে পারেন এরা।

58
তুলা রাশি

বছরের শুরুতে শুরু হওয়া সমস্যাগুলির সমাধান এই দুই মাসে হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা ফেরত পেতে পারেন।

68
বৃশ্চিক রাশি

এই রাশির জাতক ও জাতিকাদের উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব আসতে পারে। পেশায় সাফল্য পাবেন। সংসারে সুখ আর শান্তি বজায় থাকবে।

78
ধনু রাশি

এই রাশির জাতক ও জাতিকাদের জন্য ২০২৫ সালের শেষ দুই মাস খুব শুভ। এরা মনের মানুষের সন্ধান পেতে পারেন। দাম্পত্য সমস্যা কেটে যাবে। পেশার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।

88
মকর রাশি

এই রাশির জাতক আর জাতিকারা সফলতার শিখরে পৌঁছাতে পারেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। দূর ভ্রমণের যোগ রয়েছে। সম্পর্ক মধুর হবে। পারিবারিক অশান্তি দূর হবে।

Read more Photos on
click me!

Recommended Stories