রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। চলতে বছরের শেষের দুই মাস ভাল কাটবে। চলতি বছরের শুরুর দিকে এই রাশির জাতক ও জাতিকাদের সমস্যায় পড়তে হয়েছে। সেই সমস্যা কেটে যাবে বছরের শেষ দুই মাসে। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার থাকলে এই সময় নিতে পারেন। প্রেমে জটিলতা কাটবে।