
দিনটি শুক্রবার। সারা সপ্তাহের জমে থাকা কাজ আজ শেষ করার এই একটি দিন। এই দিন সকলের সব কাজ জমে থাকে। তেমনই থাকে নানান পরিকল্পনা। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, আপনার রাশির ওপর গ্রহের প্রভাব কেমন আছে তার ওপর নির্ভর করে আপনার দিন কেমন কাটবে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল পরিকল্পনাতে। তেমনই আপনার আচরণে দুঃখ পেতে পারেন কেউ। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। দেখে নিন কার সময় হতে চলেছে কঠিন। দেখে নিন কার জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন। দেখে নিন তালিকায় কে কে আছেন। রইল শাস্ত্র মত।
মিথুন রাশি
২১ মে থেকে ২০ জুনের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল মিথুন। এই রাশির জন্য দিনটি কঠিন হতে চলেছে। আজ নানা কাজে আসতে পারে বাধা। দেখা দিতে পারে জটিলতা। দিনটি কঠিন হতে চলেছে মিথুন রাশির জন্য। দিনটি কাটবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। ব্যবসায় দেখা দিতে পারে সমস্যা। তেমনই আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। আজ বুঝে শুনে কথা বলুন। অধিক সত্য বলতে গিয়ে পড়তে পারেন বিপদে। মেনে চলুন শাস্ত্র মত। দেখা দিতে পারে নানান সমস্যা।
সিংহ রাশি
২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল সিংহ। নিজের মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আজ নানা কাজে আসতে পারে বাধা। তেমনই জটিলতা দেখা দিতে পারে আপনার সকল কাজে। তাই সতর্ক থাকলে যে কোনও সমস্যা থেকে মিলবে মুক্তি। ধৈর্য ধরে চললে সব কাজ সফল হবেন। আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না। এতে দেখা দিতে পারে সমস্যা। সিংহ রাশির ছেলে মেয়েরা আজ থাকুন সতর্ক।
কন্যা রাশি
২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কন্যা। আজ কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আজ কারও সঙ্গে তর্ক করবেন না। তেমনই আজ আপনার আচরণে কেউ দুঃখ পেতে পারেন। তাই ধৈর্য ধরে চলুন। আবেগ রাখুন নিয়ন্ত্রণে। তাই দেখা দিতে পারে সমস্যা। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আজ জটিলতার সম্মুখীন হতে পারেন।
আরও পড়ুন
শুক্রবার এই রাশিগুলো ব্যবসায় সাফল্য অর্জন করবেন, দেখে নিন ১০ ফেব্রুয়ারির রাশিফল
যে কোনও ভ্রমণ আজ এড়িয়ে চলুন এই তারিকের জাতক জাতিকা, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা
ভগবান শিবের ছবি বাড়িতে রাখার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, নয়তো পড়তে পারে বিপরীত প্রভাব