নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ নেই, কথায় কথায় রেগে যায় এই চার রাশি

রইল চার রাশির কথা। নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ নেই, কথায় কথায় রেগে যায় এই চার রাশি। রাগী স্বভাবের হন এই চার রাশির ছেলে মেয়ারা। এরা সামান্য এদিক ওদিক হলেই রেগে যান।

বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে আমরা সকলে একে অপরের থেকে আলাদা।আমরা কেউ শান্ত, কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। কেউ চালাক তো কেউ বোকা। কেউ স্পষ্টবক্তা তো কেউ নিশ্চুপ। কেউ দয়ালু ও পরোপকারী তেমনই কেউ কঠিন ও স্বার্থপর। আজ রইল চার রাশির কথা। নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ নেই, কথায় কথায় রেগে যায় এই চার রাশি। রাগী স্বভাবের হন এই চার রাশির ছেলে মেয়ারা। এরা সামান্য এদিক ওদিক হলেই রেগে যান।

বৃশ্চিক রাশি

Latest Videos

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা নিজের রাগ একেবারে নিয়ন্ত্রণ করতে পারেন না। এদের এই স্বভাবের জন্য এদের অনেকেই পছন্দ করেন না।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরাও কথায় কথায় রেগে যান। এরা রাগী স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়ারা নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ রাখতে পারেন না একেবারেই।

বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। নিজের মেজাজের ওপর একেবারে নিয়ন্ত্রণ করতে পারেন না। কথায় কথায় রেগে যান। পছন্দের কিছু না হলে এরা মেজাজ হারিয়ে ফেলেন। এদের এই স্বভাবের কারণে এরা অনেকের অপছন্দের মানুষ হয়ে যান।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। নিজের রাগ একেবারে নিয়ন্ত্রণ করতে পারেন না এরা। অকারণ অশান্তি করেন। অপছন্দের কিছু হলে এরা রেগে যান। যে কারণে এদের অনেকে পছন্দ করেন না। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। এদের এমন স্বভাবের কারণে অধিকাংশই বিরক্ত হয়ে থাকেন। এদের স্বভাবের কারণে এদের জীবনে দেখা দেয় নানান জটিলতা। তাই এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সতর্ক হন। এরা সকলের থেকে আলাদা স্বভাবের হয়ে থাকেন। এদের মানসিকতা সকলের থেকে ভিন্ন। 


আরও পড়ুন

যে কোনও সমস্যায় পড়লে বন্ধুকে ফোন করেন, বেস্টফ্রন্ডের ওপর নির্ভরশীল হন এই চার রাশি

গোটা দিন সতর্ক থাকুন এই তিন রাশি, দেখে নিন কাদের আজ হতে পারে বিপদ

আত্মীয়-স্বজনের সঙ্গে বিবাদ হতে পারে এই তারিকের জাতক জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

 

Share this article
click me!

Latest Videos

কার নাম বললেন? স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শুভেন্দুর! | Suvendu Adhikari Saline Controversy
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata