শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।
গোটা দিন জুড়ে সকলের থাকে নানান পরিকল্পনা। কখন কোন কাজ করবেন তা স্থির করে থাকেন সকলে। সেই অনুসারে, দিন কেমন কাটবে তা সকলেই ভেবে রাখেন। কিন্তু, আপনার দিন যে আপনার পরিকল্পনা মতো কাটবে তার নিশ্চিক করে বলা কঠিন। এর ব্যখ্যা আছে শাস্ত্রে। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান ঠিক থাকলে গোটা দিন কাটবে ভালো ভাবে। তেমনই গ্রহের অবস্থান ঠিক না থাকলে দেখা দিতে পারে নানান জটিলতা। শাস্ত্র মতে, আজ দিন তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। তেমনই গোটা দিন কোনও কাজই পরিকল্পনা মতো সফল নাও হতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। দেখে নিন আজ কাদের সতর্ক থাকার পালা। সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি। দেখে নিন কাদের জীবনে আসতে চলেছে কঠিন সময়। আজ
মেষ রাশি
২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মেষ। আজকের দিনটি কঠিন হতে চলেছে মেষ রাশির জন্য। আজ ধৈর্য রাখুন। আজ কারও সঙ্গে কথা বলার সময় মাথা গরম করবেন না। দিন হতে পারে কঠিন। আজ মঙ্গল গ্রহের বিচরণের কারণে আজ দিন হতে পারে কঠিন। আজ গ্রহের পরিবর্তনের কারণে নানান জটিলতা দেখা দিতে পারে।
সিংহ রাশি
২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি সিংহ। আজকের দিনটি কঠিন হতে চলেছে সিংহ রাশির জন্য। আজ গোটা দিন কাটবে কঠিন ভাবে। আজ নতুন কোনও কাজের সিদ্ধান্ত নেবেন না। আজ দিন হতে পার কঠিন। গোটা দিন সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি। আজ শাস্ত্র মতে চললে কঠিন বিপদ থেকে পেতে পারেন মুক্তি।
কন্যা রাশি
২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কন্যা। আজকের দিনটি কঠিন হতে চলেছে কন্যা রাশির জন্য। আজ সঠিক সিদ্ধান্ত নিন। আজ সামান্য ভুলে বাড়তে পারে বিপদ। গোটা দিন সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি। আজ কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। এতে সমস্যা বাড়তে পারে। গোটা দিন কাটবে জটিল ভাবে। আজ মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। তাই ভাবনা চিন্তা করে নিজের মত পোষণ করুন।
আরও পড়ুন
বুধবার এই রাশিগুলির প্রেম জীবনে ফাটল দেখা দিতে পারে, জেনে নিন ১০ মে আপনার প্রেমের অবস্থা
মে মাসে ধনু রাশির ব্যবসার ধারণাকে আরও প্রচার করতে পারেন, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে
বুধবার এই রাশিদের আর্থিক লাভের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, জেনে নিন ১০ মে-এর আর্থিক অবস্থা