
ভালোবাসার দিন পালনে ব্যস্ত সকলে। শহর জুড়ে এখন প্রেমের হাওয়া। এই হাওয়াতে গা ভাসিয়েছেন সকলে। ভালোবাসার দিনে সকলেরই নানান প্ল্যানিং থাকে। কারও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তো কারও পরিকল্পনা থাকে একান্তে সময় কাটানোর। কেউ আবার সিনেমা দেখার প্ল্যান করেছেন তো কেউ পরিকল্পনা করেছেন ডিনার ডেটের। কিন্তু, আপনার দিন কেমন কাটবে তা নির্ভর করে আপনার গ্রহের ওপর। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্য়া। শাস্ত্র মতে, আপনার রাশির ওপর গ্রহের প্রভাব কেমন আছে তার ওপর নির্ভর করে আপনার দিন কেমন কাটবে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল পরিকল্পনাতে। তেমনই আপনার আচরণে দুঃখ পেতে পারেন কেউ। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। দেখে নিন কার সময় হতে চলেছে কঠিন। দেখে নিন কার জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন। দেখে নিন তালিকায় কে কে আছেন। রইল শাস্ত্র মত।
মিথুন রাশি
২১ মে থেকে ২০ জুনের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মিথুন। আজকের দিনটি কঠিন হতে চলেছে মিথুন রাশির জন্য। আজ আপনি অন্ধকার দিকে চালিত হতে পারেন। আজ অপমানিত বোধ করবেন। তবে, নিজের আবেগ ধরে রাখুন। আজ নানা কাজে আসতে পারে বাধা। আজ গোটা দিন থাকুন সতর্ক।
কন্যা রাশি
২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কন্যা। আজকের দিনটি কন্যা রাশির জন্য কঠিন হতে চলেছে। আজ কারও আচরণে খারাপ বোধ করতে পারেন। দিনটি থাকুন সতর্ক। আজ গ্রহের পরিবর্তনে সারা দিন কাটবে জটিল ভাবে। আজ নিজের রাগ রাখুন নিয়ন্ত্রণে। এতে মিলবে উপকার।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল তুলা। আজকের দিনটি কঠিন হতে চলেছে তুলা রাশির জন্য। আজ নানান কাজে আসতে পারে বাধা। আজ মেনে চলুন শাস্ত্র মত। গোটা দিন সতর্ক না হলে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। আজ নিজের আবেগ রাখুন নিয়ন্ত্রণে। মিলবে উপকার। হতাশা জনক কোনও ঘটনা ঘটতে পারে আজ। গোটা দিন সতর্কতার সঙ্গে পদক্ষেপ ফেলুন। তা না হলে আজ অজান্তে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
আরও পড়ুন
'প্রেমই প্রতিটি সম্পর্কের ভিত্তি, যে এই বিষয়টি বুঝতে পেরেছে, বুঝবে সে বিশ্ব জয় করেছে' চাণক্য নীতি
দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে ভ্যালেন্টাইন্স ডে, রইল জ্যোতিষ গণনা
ভ্যালেন্টাইন্স ডে-তে এই রাশিগুলি প্রেমের রসে মজে থাকবে, জেনে নিন মঙ্গলবারের লাভ লাইফ