শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।
দিনের শুরুতেই সকলে ছকে ফেলেন গোটা দিন কেমন কাটাবেন। কোন কাজ করবেন, কোন কাজ করবেন না তা নিয়ে সকলে পরিকল্পনা করে থাকেন। আজ রইল শাস্ত্র মত। শাস্ত্র মতে, ভাগ্য সঙ্গ না দিলে কোনও কাজে সফল হওয়া কঠিন। শাস্ত্রে রয়েছে এমনই ব্যখ্যা। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান সঠিক না থাকলে কোনও কাজে সফল হওয়া কঠিন। এই গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে ব্যক্তির গোটা দিন কেমন কাটবে। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।
সিংহ রাশি
২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি সিংহ। আজকের দিনটি সিংহ রাশির জন্য কঠিন দিন। আজ নানা কাজে আসবে বাধা। গোটা দিন থাকুন সতর্ক। পড়তে পারেন কঠিন বিপদ। বুদ্ধি মত্তার সঙ্গে যে কোনও পদক্ষেপ নিন। আজ গোটা দিন নানান জটিলতার সম্মুখীন হতে পারেন। নিজের আবেগ রাখুন নিয়ন্ত্রণে। আজ আপনার ভুল সিদ্ধান্তে পড়তে পারেন বিপদে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি কুম্ভ। আজ বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। আজ কাউকে বিশ্বাস করে কিছু না বলাই ভালো। এতে পড়তে পারেন বিপদে। মেনে চলুন শাস্ত্র মত। তা না হলে কঠিন সমস্যার মুখোমুখি হবেন। দিনটি হতে চলেছে কঠিন। তাই বুদ্ধি করে পদক্ষেপ ফেলুন। এতে মুক্তি মিলবে পারে যে কোনও জটিলতা থেকে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল মীন। আজ কঠিন দিন মীন রাশির জন্য। আজ নানান কাজে আসতে পারে বাধা। আজ আর্থিক দিক দিয়ে জটিলতার মুখোমুখি হতে পারেন। না জেনে কাউকে ধার দেবেন না। গোটা দিন থাকুন সতর্ক। আজ ব্যবসাক্ষেত্রে নতুন পদক্ষেপ না নেওয়াই ভালো। এতে দেখা দিতে পারে জটিলতা।
আরও পড়ুন
বিবেচনা না করে টাকা ধার দিতে গিয়ে পড়তে পারেন বিপদে, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা
চিনে নিন এই চার রাশির মেয়েদের, মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা থাকে এদের মাথায়
Sheetala Ashtami 2023: শীতলা অষ্টমীতে মাতা রাণীকে এমন ভোগ নিবেদন করবেন না, জেনে নিন উপোসের নিয়ম