ছোট থেকে বড় সব বিষয় বন্ধুদের সঙ্গে আলোচনা করেন। তাদের পরমার্শ নিয়ে থাকেন। তবে, শেষ পর্যন্ত নিজের নিজের বুদ্ধিতেই চলেন এই চার রাশির ছেলে মেয়েরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।
বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। স্বভাব থেকে আচরণ, কথা বলার ধরন থেকে মনের ভাবনা- সর্বত্র রয়েছে বিস্তর তফাত।সেই অনুসারে, এই চার রাশির ছেলে মেয়েদের মানসিকতা ভিন্ন। এরা সকলের থেকে পরমার্শ নিয়ে থাকেন। ছোট থেকে বড় সব বিষয় বন্ধুদের সঙ্গে আলোচনা করেন। তাদের পরমার্শ নিয়ে থাকেন। তবে, শেষ পর্যন্ত নিজের নিজের বুদ্ধিতেই চলেন এই চার রাশির ছেলে মেয়েরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।
সিংহ রাশি
রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এই রাশির ছেলে মেয়েরা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সকলের সঙ্গে আলোচনা করেন। যে কোনও বিষয় আলোচনা করে সকলের সঙ্গে। তবে, শেষ পর্যন্ত নিজের বুদ্ধিতেই চলেন।
কন্যা রাশি
রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। ছোট থেকে বড় সব বিষয় বন্ধুদের সঙ্গে আলোচনা করেন। তাদের পরমার্শ নিয়ে থাকেন। তবে, শেষ পর্যন্ত নিজের নিজের বুদ্ধিতেই চলেন এরা। সকলের থেকে সুবিধা নিয়ে থাকেন এরা। তবে, এরা নিজে কাউকে সাহায্য করতে চান না।
মেষ রাশি
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। নিজের সমস্যা সহজে অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারেন এরা। কোনও রকম সমস্যয়া পড়লে এরা সেই বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করেন। সকলের থেকে উপদেশ নিয়ে থাকেন। তবে, শেষ পর্যন্ত নিজে যা স্থির করেন তাই করে থাকেন এরা।
মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এদের সঙ্গেও বাকি রাশির বিস্তর মিল। এরাও নিজে যা স্থির করেন তাই করে থাকেন। যে কোনও সমস্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করেন। তার থেকে পরামর্শ নিয়ে থাকেন। তবে, শেষ পর্যন্ত কারও বুদ্ধিতেই চলেন না এরা। নিজে যা স্থির করেন তাই করে থাকেন এই রাশির ছেলে মেয়েরা।
এমনই উল্লেখ আছে শাস্ত্রে। শাস্ত্র মতে, সকলের থেকে আলাদা স্বাভাবের হন এরা। সকলের থেকে পরামর্শ নিয়ে থাকেন, শেষ পর্যন্ত নিজের বুদ্ধিতেই চলেন এই চার রাশির ছেলে মেয়েরা। সে কারণে অনেকে এদের প্রতি বিরক্তও হয়ে থাকেন।
আরও পড়ুন
ডেটিং করার আগে বারে বারে ভাবনাচিন্তা করেন এরা, ভীতু স্বভাবের হন এই চার রাশি
এই রাশিগুলির ৭ মাসে বাম্পার লাভ হবে, 'শনি' পূরণ করবে অপূর্ণ সব ইচ্ছা
মঙ্গলবার ভুল করেও এই ৫টি কাজ করবেন না, বজরঙ্গবলীর ক্রোধে সংসার নষ্ট হতে পারে