সোমবার দিনটি হতে পারে কঠিন, গোটা দিন সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা

Published : May 15, 2023, 11:31 AM IST
stress

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সপ্তাহের শুরুর দিনটি শান্তিপূর্ণ ভাবে কাটুক তা সকলেরই কাম্য। সব কাজ পরিকল্পনা তো হলে মন ভালো থাকে সকলের। তাই দিনের শুরুতে সকলে ঠিক করে নিয়ে থাকেন কেমন ভাবে দিন কাটাবেন। নিজের সকল পরিকল্পনা ছরে নিয়ে থাকেন। সেই মতো দিন কাটাতে চান। কিন্তু, আপনার দিন যে আপনার পরিকল্পনা মতো কাটবে তার নিশ্চিক করে বলা কঠিন। এর ব্যখ্যা আছে শাস্ত্রে। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান ঠিক থাকলে গোটা দিন কাটবে ভালো ভাবে। তেমনই গ্রহের অবস্থান ঠিক না থাকলে দেখা দিতে পারে নানান জটিলতা। শাস্ত্র মতে, আজকের দিন তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। তেমনই গোটা দিন কোনও কাজই পরিকল্পনা মতো সফল নাও হতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। দেখে নিন আজ কাদের সতর্ক থাকার পালা। সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি।

মিথুন রাশি

২১ মে থেকে ২০ জুনের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মিথুন। আজকের দিনটি কঠিন হতে চলেছে মিথুন রাশির জন্য। আজ মানসিক দৃঢ়তা বজায় রাখুন। নানান কাজে আসতে পারে বাধা। গোটা দিন কাটবে পারে কঠিন ভাবে। আজ নেতিবাচক ভাবনা থেকে মন দূরে রাখুন। আজ কঠিন বিপদে পড়তে পারেন। গোটা দিন কাটান সতর্ক ভাবে। শাস্ত্র মতে, সোমবার দিনটি হতে পারে কঠিন।

সিংহ রাশি

২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি সিংহ। আজকের দিন কঠিন হতে চলেছে সিংহ রাশির জন্য আজ গ্রহের পরিবর্তনের কারণে মেজাজ খারাপ বোধ করতে পারেন। আজ শারীরিক জটিলতায় ভুগতে পারেন। দিন কাটবে কঠিন ভাবে। শাস্ত্র মতে, সোমবার দিনটি হতে পারে কঠিন।

মীন রীশি

১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মীন। আজ গোটা দিন থাকুন সতর্ক। আজ রাগ রাখুন নিয়ন্ত্রণে। রাগের কারণে বিপদে পড়তে পারেন। আজ জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সংবেদনশীল না হয়ে বুদ্ধি দিয়ে বিচার করুন। শাস্ত্র মতে, দিন কাটবে কঠিন ভাবে। আজ সতর্ক থাকলে সকল সমস্যা থেকে মিলবে মুক্তি। তাই বুদ্ধি করে পা ফেললে সকল জটিলতা থেকে মুক্তি পাবেন।

 

আরও পড়ুন

জেনে নিন কেমন কাটবে সপ্তাহের শুরুর দিনটি, রইল সংখ্যাতত্ত্বের গণনা

Apara Ekadashi 2023: অপরা একাদশীতে করুন এই সহজ কাজ, আপনার প্রতি সদা প্রসন্ন থাকবেন ভগবান বিষ্ণু

সোমবার এই রাশিগুলি সম্পর্কে উত্তেজনায় ভরা থাকবে, জেনে নিন ১৫ মে আপনার প্রেমের অবস্থা

 

PREV
click me!

Recommended Stories

জন্ম নক্ষত্র: এই নক্ষত্রে জন্মালে ২০২৬-এ কোটিপতি হওয়া নিশ্চিত! কারা আছেন তালিকায়?
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা