আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন কে কে রয়েছেন তালিকায়

Published : Jan 16, 2023, 12:41 PM IST
astrology

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

গোটা দিন ভালো কাটুক তা সকলের কাম্য। সারা দিনের নানা পরিকল্পনা থাকে সকলের। সেই অনুসারে কাজ না হলে, পরের দিকে দেখা দেয় সমস্যা। তবে, ভাগ্য সঙ্গ না দিলে কোনও কাজে সফল হওয়া কঠিন। শাস্ত্রে রয়েছে এমনই ব্যখ্যা। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান সঠিক না থাকলে কোনও কাজে সফল হওয়া কঠিন। এই গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে ব্যক্তির গোটা দিন কেমন কাটবে। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

মেষ রাশি- ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারণে জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল মেষ রাশি। আজকের দিনটি কঠিন হতে চলেছে এই রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা।

সিংহ রাশি- ২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশির হল সিংহ। দিনটি সিংহ রাশির জন্য কঠিন। আজ গোটা দিন থাকুন সতর্ক। নানান কাজে আসতে পারে বাধা তেমনই আজ করারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। দিনটি কঠিন হতে চলেছে সিংহ রাশির জন্য।

ধনু রাশি- ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল ধনু। আজকের দিনটি ধনু রাশির জন্য কঠিন হতে চলেছে। আজ নানা কাজে আসতে পারে বাধা। দেখা দিতে পারে জটিলতা। অফিসের কাজ আজ অসম্পূর্ণ থাকতে পারে। তেমনই আজ নিজের প্রাপ্য ক্ষমতার জন্য লড়াই করতে হতে পারে। আজ কারও সঙ্গে তর্ক করতে গিয়ে পড়তে পারেন বিপদে। আজ হতাশা জনক কোনও ঘটনা ঘটতে পারে। আপনি কারও আচরণে কষ্ট হতে পেতে পারেন। নিজের আবেগ রাখুন নিয়ন্ত্রণে। গোটা দিন থাকুন সতর্ক। আজ নানা কাজে আসতে পারে বাধা। দেখা দিতে পারে জটিলতা।

 

আরও পড়ুন-

৩০ বছর পর মৌনী অমাবস্যায় নিজের রাশিতে থাকবে শনি, এই নিয়মগুলো মেনে চললে দূর হবে আর্থিক সমস্যা

সরস্বতী পুজোয় হলুদ কাপড় কেন পরা হয়, জেনে নিন দেবী সরস্বতীর কেন এই রঙ এত পছন্দের

বসন্ত পঞ্চমীতে এই দিকে মা সরস্বতীর মূর্তি স্থাপন করুন, আপনি সর্বদা দেবীর আশীর্বাদ পাবেন

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক শুভ পরিণয়ে সম্পন্ন হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: এদের জন্য আজ লাভজনক দিন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল